X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

ঈদ শেষে বেনাপোলে ভারতমুখী মানুষের উপচে পড়া ভিড়

বেনাপোল প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৯, ১২:২০আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১২:২৩

বেনাপোল চেকপোস্টে ভারতগামী মানুষের ভিড়

ঈদুল আজহা, জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটিসহ টানা ছুটির কারণে বেনাপোল হয়ে দলে দলে ভারতে যাচ্ছে মানুষ। ভিসার সহজলভ্যতা ও কম খরচের কারণে অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে ও চিকিৎসার জন্য ভারতে যাচ্ছে। ঈদের ছুটি শেষ হয়ে এলেও এখনও বোনাপোলে প্রতিদিন ভারতমুখী মানুষের ভিড় লেগেই আছে।

বুধবার (১৪ আগস্ট) ভোর ছয়টা থেকে সারাদিন বেনাপোল ইমিগ্রেশনে যাত্রীদের প্রায় দুই কিলোমিটার লম্বা লাইন ছিল। যাত্রীদের নিরাপত্তা ও যেকোনও ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশসহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

ভারতগামী যাত্রী দেবাশীষ রায় জানান, তিনি একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। পরিবারের কয়েকজনকে ডাক্তার দেখানো দরকার। কিন্তু এতদিন ছুটি না পাওয়ায় যেতে পারেননি। এখন লম্বা ছুটি পেয়ে তাদের নিয়ে ভারতে যাচ্ছেন। দেবাশীষ বলেন,‘ওখানে আত্মীয়-স্বজন আছেন, তাদের সঙ্গেও দেখা হবে।’

ইমিগ্রেশনে অপেক্ষারত মাহবুবা খানম বলেন, ‘আমার স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বেশ কিছুদিন ধরে ভারতে যেতে চাচ্ছিলাম। ঈদে কয়েকদিনের ছুটি পাওয়ায় সেখানে ঘুরতে যাচ্ছি।’

নাজমুল হোসেন নামে আরেকজন বলেন, ‘দীর্ঘ তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছি। এর আগে কোনোদিন এমন অবস্থার সৃষ্টি হয়নি। ঈদের ছুটিতে প্রতিদিন কয়েক হাজার মানুষ ভারতে যাচ্ছেন। তবে রোগীদের জন্য আলাদা একটি লাইন করলে ভালো হতো।’

বেনাপোল ইমগ্রেশনে যাত্রীদের ভিড়

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আবুল বাশার বলেন, ‘যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এপথে বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন তিন থেকে চার হাজার মানুষ ভারতে যান। এখন ঈদের ছুটিতে তা আরও বেড়েছে। ঈদের আগের দিন ১১ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে ১৮ হাজার ১৮৬ জন যাত্রী ভারতে গেছেন। এদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ১৬ হাজার ৯১০ জন, ভারতীয় এক হাজার ২৬৩ জন ও অন্যান্য দেশের ১৩ জন। যাত্রীদের সেবায় ইমিগ্রেশনের  কর্মকর্তারা একটানা কাজ করে যাচ্ছেন।’

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মৃনাল কান্তি সরকার বলেন, ‘ঈদের ছুটিতে আমদানি-রফতানি বন্ধ থাকলেও কাস্টমস ইমিগ্রেশনের সব শাখা খোলা আছে। অন্যান্য সময়ের চেয়ে এখন যাত্রীদের যাতায়াত বেশি। তারা যাতে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

অভিযোগ আছে, বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ ভারতগামী প্রত্যেক ব্যক্তির কাছ থেকে ৪৫ টাকা করে টার্মিনাল চার্জ নিলেও তাদেরকে বসার জায়গা দিতে পারছে না। টার্মিনালের ভেতরে বসার আসন আছে মাত্র ৫০ জনের। অথচ এপথে প্রতিদিন চার থেকে ছয় হাজার যাত্রী ভারতে যাচ্ছেন। টার্মিনাল চার্জ দিয়েও তাদেরকে বাইরে দাঁড়িয়ে রোদে পুড়তে ও বৃষ্টিতে ভিজতে হচ্ছে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায় স্থগিতের আবেদন
ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায় স্থগিতের আবেদন
উপকূলের আরও কাছে রিমাল, গতিবেগ ঘণ্টায় ১২০ কিমি
উপকূলের আরও কাছে রিমাল, গতিবেগ ঘণ্টায় ১২০ কিমি
৯ নম্বর মহাবিপদ সংকেত: চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ
৯ নম্বর মহাবিপদ সংকেত: চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ
ভারী বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
ঘূর্ণিঝড় রিমালভারী বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
সর্বাধিক পঠিত
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান