X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে মাইক্রোবাস ও ট্রাকের ধাক্কায় নিহত দুই

নীলফামারী প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৬

নীলফামারী নীলফামারীর কিশোরগঞ্জ ও সৈয়দপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। গতকাল সোমবার ও আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এই দুই দুর্ঘটনা ঘটে। 

কিশোরগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় সমসের আলী (৪২) নামের একজন ভ্যান চালক নিহত হয়েছেন। তিনি নিতাই ইউনিয়নের পন্ডিত পাড়া গ্রামের মৃত্ মেছের আলীর ছেলে। কিশোরগঞ্জ থানার ওসি হারুন আর রশিদ জানান, সোমবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পানিয়ালপুকুর সড়কে মুক্তা হিমাগার ইউনিট-২ এর সামনে মাইক্রোবাসের ধাক্কায় ভ্যান চালক সমসের আলী গুরুতর আহত হন। তাকে অজ্ঞান অবস্থায় প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন (হাসপাতালে) অবস্থায় আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোরে তিনি মারা যান।

ওসি আরও জানান, মাইক্রোবাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে নিহত শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে সৈয়দপুরের নিয়ামতপুর এলাকায় ট্রাকচাপায় ফারুক হোসেন (৩২) নামে একজন ট্রলি শ্রমিক নিহত হয়েছেন। তিনি কামারপুকুর ইউনিয়নের ফকির পাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে। সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে শহরের কেন্দীয় বাস টার্মিনাল সংলগ্ন ইউনিক অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের পাশে ট্রলিতে বালু লোড করছিলেন ফারুক। এ সময় দ্রুতগামী ট্রাকটি সড়ক ছেড়ে নিচে নেমে ওই ট্রলিকে ধাক্কা দিলে চাপা পড়ে ফারুকের বাম হাতের কব্জি পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত ফারুকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। রংপুরে যাওয়ার পথে তিনি মারা যান।

সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিবার চাইলে মামলা গ্রহণ করা হবে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী