X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৬

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের এক মনোনয়নপ্রত্যাশী মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে তার অনুসারীরা। বৃহস্পতিবার বিকালে কোটচাঁদপুর শহরের আঁখ সেন্টার এলাকা থেকে এ মিছিল বের হয়। মিছিলটি কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এর আগে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাহাজান আলী নামের মনোনয়নবঞ্চিত ওই নেতা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার অনুসারীদের সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম খাঁন, লুৎফর রহমান, ওসমান গনি, যুগ্ম সম্পাদক সামাউল হক লাল্ডু, কামাল হাওলাদার, প্রচার সম্পাদক লোকমান হোসেন, দোড়া ইউনিয়নের চেয়ারম্যান কাবিল উদ্দিন বিশ্বাস, সাব্দারপুর ইউনিয়নের চেয়ারম্যান নওসের আলী নাসী, কুশনা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান, কুশনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, গত ৩ সেপ্টেম্বর কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় নির্বাচনে মনোনয়নের জন্য ভোটাভুটি হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী ৫০ ভোট পান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি পান ২ ভোট। জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তালিকা ঢাকায় পাঠানোর পরও মাত্র ২ ভোট পাওয়া শরিফুন্নেছা মিকিকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ সময় নেতাকর্মীরা অভিযোগ করেন, উপজেলা নির্বাচনে মনোনয়ন পাওয়া শরিফুন্নেছা মিকি উপজেলার নেতাকর্মীদের সঙ্গে কোনও যোগাযোগ রাখেন না। তিনি বেশিরভাগ সময় ঢাকায় থাকেন। তিনি নির্বাচন করলে এ উপজেলায় আওয়ামী লীগের পরাজয়ের আশঙ্কা রয়েছে। তাই মিকির মনোনয়ন বাতিল করে শাহাজানকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান শাহাজান আলীর সমর্থকরা।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?