X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

জবির পাঁচ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ঢাকা-মাওয়া সড়ক অবরোধ

জবি প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৪আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৫

জবি শিক্ষার্থীদের বিক্ষোভ র‌্যাবের হাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ শিক্ষার্থীর মারধরের ঘটনায় ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় শিক্ষার্থীদের বহনকারী বাসগুলো ক্যাম্পাসের পাশে রায়সাহেব বাজার মোড়ে পৌঁছালে তারা সড়ক অবরোধ করেন। এতে ওই রুটে যানচলাচল বন্ধ হলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রক্টরের আশ্বাসে শিক্ষার্থীরা সকাল সাড়ে ৯টার দিকে সড়ক ছেড়ে ক্যাম্পাসের দিকে যান। ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে থাকা বেশ কয়েকটি লেগুনা ও মিনিবাস ভাঙচুর করা হয়। এরপর ক্যাম্পাসে প্রবেশ করে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে র‌্যাবের হামলার দ্রুত বিচারের দাবি করা হয়। সুষ্ঠু বিচার না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দেন তারা।

জবি শিক্ষার্থীদের বিক্ষোভ এ বিষয়ে প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘র‌্যাব দুপুর একটা পর্যন্ত সময় নিয়েছে। এর মধ্যে তারা ভিসি ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বসে ঘটনার মীমাংসা করতে চেয়েছে।’

লেগুনা ও মিনিবাস ভাঙচুরের বিষয়ে জানতে চাওয়া হলে প্রক্টর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে কোনও বাসস্ট্যান্ড থাকবে না। পুলিশ প্রশাসন এগুলো সরিয়ে নেওয়ার বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছে। তবে আজ যারা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

জবি শিক্ষার্থীদের বিক্ষোভ প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কয়েকজন সদস্যের বিরুদ্ধে। শিক্ষার্থীদের বহনকারী বিশ্ববিদ্যালয়ের উত্তরণ-২ বাসটি সায়েদাবাদ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ওঠার মুখে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার কথা স্বীকার করে র‌্যাব জানায়, ভুল বোঝাবুঝির কারণে এটা ঘটেছে।

আরও পড়ুন...

জবি’র ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, র‌্যাব বলছে ‘ভুল বোঝাবুঝি’



/আইএ/
সম্পর্কিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
উচ্চশিক্ষার মানের বৈষম্য নিরসনের আহ্বান ইউজিসির
একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ
সর্বশেষ খবর
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ