X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

জাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের ধাওয়ার অভিযোগ

জাবি প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৯, ২০:১৭আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২০:২০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ওই মিছিলে ছাত্রলীগের এক নেতা ধাওয়া দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ওই ছাত্রলীগ নেতা।

বুধবার (৯ অক্টোবর) সকাল সা‌ড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। মিছিলটি অমর একুশের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশ শেষে ফের মিছিল শুরু করে ছাত্রদল। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে গেলে শাখা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মাহবুবুল হক রাফা তাদের কাছে যান। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক আবদুর রহিম দুইপক্ষকে শান্ত করে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে ফটকের বাইরে চলে যান। এ সময় মাহবুবুল হক রাফা লাঠি নিয়ে তাদের ধাওয়া করেন বলে অভিযোগ করে ছাত্রদল।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুর রহিম বলেন, ‘আমরা আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসে সহাবস্থানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছি। কিন্তু ছাত্রলীগের এক নেতা আমাদের কর্মসূচিতে বাধা দিয়েছেন। আমরা বিশ্ববিদ্যালয়ে সহাবস্থানের বার্তা দিতে চাই।’

এ বিষয়ে ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মাহবুবুল হক রাফা বলেন, ‘আমি সকালে ব্যক্তিগত কাজে রিকশায় করে প্রধান ফটকের দিকে যাচ্ছিলাম। তখন অমর একুশের পাদদেশে তাদের কর্মসূচি চলছিল। আমি রিকশা থেকে নামতেই তারা দৌড়ে পালিয়ে গেছে।’

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘গতকাল ছাত্রদলের পক্ষ থেকে আমাকে ফোন করা হয়েছিল। আমি ক্যাম্পাসে অছাত্রদের নিয়ে আসতে নিষেধ করেছিলাম। তারা আজ ক্যাম্পাসে মিছিল করেছে শুনেছি, কিন্তু এ বিষয়ে আমাকে জানায়নি। ধাওয়ার বিষয়েও কোনও অভিযোগ করেনি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শীর্ষ ঋণখেলাপি লস্করের সম্পত্তি ওসির জিম্মায় দিলেন আদালত
শীর্ষ ঋণখেলাপি লস্করের সম্পত্তি ওসির জিম্মায় দিলেন আদালত
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
প্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
উপজেলা নির্বাচনপ্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
বিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র