X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে মেঘনায় নৌ পুলিশের ওপর জেলেদের হামলা, আটক ১৭

চাঁদপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৯, ১৭:৪১আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৭:৫১

চাঁদপুরে আটক জেলেরা মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা সফল করতে অভিযান চালানোর সময় চাঁদপুর নৌ পুলিশের ওপর হামলা চালিয়েছে জেলেরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। জেলেদের হামলায় নৌ পুলিশের দুই কনস্টেবলসহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) সকালে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মেঘনা নদীর পাড়ে এই ঘটনা ঘটে।  ঘটনাস্থল থেকে ১৭ জেলেকে আটক করা হয়েছে।

চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, নৌ-পুলিশ নদীতে অভিযানে নামার পর মা ইলিশ নিধনকালে জেলেদের আটক করতে যায়। এসময় জেলেরা সঙ্ঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায় ও ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন। পুলিশ আত্মরক্ষার্থে শটগান দিয়ে দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় ১৭ জন জেলেকে আটক করা হয়। ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশও জব্দ করা হয়। জব্দ করা কারেন্ট জাল

আটক জেলেরা হচ্ছেন- কামাল (৩২), সবুজ (২৪), শামছু (২৮), মিলন বেপারী (৪০), আমির হোসেন (২৫), কাউছার বেপারী (২৫), বিজয় বেপারী (২০), রুহুল আমিন (২০), হাবিব খান (৩২), ইব্রাহীম (১৮), চারু গাজী (৪০), ছাত্তার খান (২১), আইনুল হক (৬০), আল-আমিন বেপারী (১৮), জসিম বেপারী (২০), নাজমুল হোসেন শেখ (২০), মনির হোসেন শেখ (৩৫)। অজ্ঞাতনামা এক শিশুও ছিল, পরে তাকে ছেড়ে দেওয়া হয়। আহত জেলেরা

নৌ পুলিশের ওসি আবু তাহের জানান, আটক জেলেদের চাঁদপুর মডেল থানায় পাঠানো হয়েছে। আটকদের মধ্যে এক শিশু থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। দুই পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আটক দুই জেলে ও স্পিডবোট চালক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। আটক জেলেরা থানায় রয়েছেন। পরবর্তীতে তাদের আদালতে পাঠানো হবে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগামী বছর হজের খরচ আরও কমবে: ধর্মমন্ত্রী
আগামী বছর হজের খরচ আরও কমবে: ধর্মমন্ত্রী
জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন
জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন
শৈশব কেন অনিরাপদ?
শৈশব কেন অনিরাপদ?
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ