X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

পুলিশ ও সাংবাদিক পরিচয়ে প্রতারণা: চার সঙ্গীসহ নারী আটক

যশোর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৯, ১০:৩৯আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১১:০২

সাংবাদিক ও পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে নারী আটক
পুলিশ ও সাংবাদিক পরিচয়ে প্রতারণা এবং মাদক বিক্রির অভিযোগে চার সহযোগীসহ রেহেনা ওরফে লিপি (২৫) নামে এক নারীকে আটক করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বিকালে তাদের যশোর জিলা স্কুলের সামনে থেকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

রেহেনা ওরফে লিপি চৌগাছা উপজেলার মাশিলা নারায়ণপুর গ্রামের মিঠুর স্ত্রী ও মোহাম্মদ হানিফের মেয়ে। সে যশোর শহরের রেলগেট এলাকায় বসবাস করে। তার সহযোগীদের কাছ থেকে দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।

আটককৃত অন্যরা হচ্ছে−যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার বাবুলের মেয়ে প্রিয়া (২০), শংকরপুর সরকারি মুরগির খামার এলাকার লিটনের ছেলে সোহেল (১৯), রেলস্টেশন এলাকার টুকুর ছেলে বাবু (১৫) এবং আশ্রম রোড এলাকার সুরুজ মিয়ার ছেলে ওহিদুল (১৪)।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর সমীর কুমার সরকার বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘পুলিশের কাছে সংবাদ আসে এক নারী মোটরসাইকেলের সামনে ‘প্রেস’ লিখে তা চালিয়ে শহরময় ঘুরে বেড়ায়। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে শহরের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে থাকে। বুধবার বিকালে সংবাদ আসে, যশোর জিলা স্কুলের সামনে তার সঙ্গীরা অবস্থান করছে। সেখানে গিয়ে প্রিয়া, সোহেল, বাবু ও ওহিদুলকে আটক করা হয়। সোহেলের কাছে একটি ওয়াকিটকি পাওয়া যায়। ওয়াকিটকি সে সাংবাদিক পরিচয় দানকারী রেহেনা ওরফে লিপির কাছ থেকে পেয়েছে বলে পুলিশকে জানায়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রেহেনাকে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদ করা হলে রেহেনা জানায়, ওয়াকিটকি সেট সে একটি অনলাইন থেকে কিনেছেন। ওয়াকিটকি দেখিয়ে সাধারণ মানুষের কাছে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করে থাকে লিপি ও তার সহযোগীরা। রেহেনার কিছু ছবি পাওয়া গেছে, যেখানে তার শরীরে পুলিশের পোশাক, হ্যান্ডকাফ, ওয়াকিটকি ইত্যাদি হাতে রয়েছে।’

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ইন্সপেক্টর সমীর কুমার সরকার।

যশোর প্রেস ক্লাবের সম্পাদক আহসান কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যশোর প্রেস ক্লাবে এই নামে কোনও সাংবাদিক নেই। এছাড়া যশোর জেলায়ও এ নামের কোনও সাংবাদিক আছে বলে আমার জানা নেই। কারণ এখানে অল্প কিছু নারী সাংবাদিক হিসেবে কাজ করেন।’

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!