X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় দুই স্পিডবোটের সংঘর্ষে জেলে নিহত

শরীয়তপুর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৯, ১৯:১৯আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১৯:২৯





মাছ ধরা নৌকা (ফাইল ছবি) শরীয়তপুরের পদ্মা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার করার সময় দুটি স্পিডবোটের সংঘর্ষে স্বপন মোল্যা (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) ভোর রাতে জাজিরার ঝিনু মার্কেট এলাকায় পদ্মা নদীতে এই দুর্ঘটনা ঘটে। এসময় হান্নান বেপারি নামে আরেক জেলে নিখোঁজ হন।

জাজিরা থানা ও স্থানীয় সূত্র জানায়, পদ্মা নদীর বিভিন্ন স্থানে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার করা হচ্ছে। নৌকা, ইঞ্জিনচালিত নৌকার পাশাপাশি কিছু মৌসুমি জেলে মা ইলিশ শিকার করতে স্পিডবোট ব্যবহার করছেন। গত ১৪ দিনে মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ২০টি স্পিডবোট জব্দ করেছে। এরপরও বর্তমানে পদ্মা ও মেঘনা নদীর ৬৯ কিলোমিটার এলাকায় অন্তত ৫০টি স্পিডবোট দিয়ে মা ইলিশ শিকার করা হচ্ছে বলে তথ্য পাওয়া গেছে।

বুধবার সকালে জাজিরার বড়কান্দি ইউনিয়নের ঝিুন মার্কেট এলাকার পদ্মা নদীতে একটি স্পিডবোট থেকে জাল ফেলে মাছের জন্য অপেক্ষা করছিলেন জেলেরা। তখন আরেকটি স্পিডবোট মাছ নিয়ে ঘাটের দিকে ফিরছিল। এসময় দুটি স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে নাওডোবা হাসেম ফরাজিকান্দি গ্রামের  স্বপন মোল্যা আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। আর ওই বোটে থাকা একই গ্রামের হান্নান বেপারী নিখোঁজ হন। স্থানীয়রা স্বপন মোল্যাকে উদ্ধার জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে স্বপনের লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা



নাম প্রকাশ না করার শর্তে জাজিরা থানার এক পুলিশ কর্মকর্তা জানান, যে স্পিডবোটে স্বপন ও হান্নান ছিল সেটির মালিক ও চালক নাওডোবা এলাকার বাসিন্দা নীল চাঁন ফকির। আর যেটিতে দুর্ঘটনা ঘটায় সেটির মালিক ও চালক হচ্ছেন পূর্বনাওডোবা এলাকার কিনা খাঁ। পুলিশ ওই দুই ব্যক্তিকে খুঁজছে।
স্বপন মোল্যার বাবা হাকিম মোল্যা বলেন, ‘আমি জানতাম ছেলে ট্রলারে করে পদ্মায় মাছ শিকার করে। কিন্তু ভোরে জানতে পারি সে স্পিডবোটে করে মাছ শিকার করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছে। খবর নিয়ে হাসপাতালে ছুটে যাই। সেখানে গিয়ে জানতে পারি সে মারা গেছে।’
জাজিরা থানার পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দিন শেখ বলেন, ‘সকাল ১০টার দিকে জানতে পারি স্পিডবোট দুর্ঘটনায় এক যুবক মারা গেছে। তার লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সেখানে গিয়ে জানতে পারি মা ইলিশ শিকারের সময় দুই স্পিডবোটের সংঘর্ষে একজন নিহত ও একজন নিখোঁজ হয়েছে। ওই দুই স্পিডবোটের দুই চালকের পরিচয় জানা গেছে। সেটি আমরা যাচাইবাছাই করছি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী