X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ঝড়ে গাছ পড়ে বৃদ্ধা নিহত

বরিশাল প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৯, ২২:৫৫আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২২:৫৯

বৃষ্টির পানিতে ডুবে থাকা বরিশাল নগরীর সড়ক

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ঘরের ওপর গাছ পড়ে একজন বৃদ্ধা নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে প্রায় ২৪ ঘণ্টা অন্ধকারে ছিল বরিশাল অঞ্চল। নদীর পানি উপচে ডুবে ছিল নগরীসহ উপজেলার বেশির ভাগ এলাকা। রবিশষ্যসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিধ্বস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি। ক্ষতি হয়েছে সড়কের। প্রায় সাড়ে ৪শ’পুকুর ও ঘের তলিয়ে মাছ বের হয়ে গেছে। তবে ঝড়ের প্রভাব কেটে যাওয়ায় মানুষের মধ্যে ফিরে এসেছে স্বস্তি।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার জানান, রবিবার দুপুরের বুলবুলের আঘাতে জেলার উজিরপুর পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাদারশী এলাকায় ঘরের ওপর গাছ চাপা পড়ে আশালতা মজুমদার (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হন। নিহত আশালতা মজুমদার ওই এলাকার মৃত দীজেন্দ্র নাথ মজুমদারের স্ত্রী।

গৌরনদীতে বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত পানের বরজ

বরিশাল গ্রিড কার্যালয় সূত্র থেকে জানা গেছে, বরিশাল-মাদারীপুর এবং বাগেরহাট-ভাণ্ডারিয়ায় বুলবুলের আঘাতে বড় গাছ পড়ে বিদ্যুৎ বিপর্যয় হয়। সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যুতের লাইন সচল হয়।

আবহাওয়া অফিস সূত্র থেকে জানা গেছে, গত ২৭ ঘণ্টায় ৩২৪ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এসময় নগরী থেকে শুরু করে ১০ উপজেলা সড়ক ও ঘরবাড়িতে পর্যন্ত পানি উঠে যায়।

বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত

বরিশাল জেলা প্রশাসন থেকে সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো ক্ষয়ক্ষতির তালিকা থেকে জানা যায়, ঝড়ের প্রভাবে ৫০টি কাঁচা-পাকা ঘর পুরোপুরি এবং ৩ হাজার ঘর আংশিক, ৫০টি প্রাথমিক ও ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো বিধ্বস্ত হয়। ৪৩৫টি ঘের ও পুকুর তলিয়ে মাছ বেড়িয়ে যায়।

এছাড়াও এক লাখ হেক্টর জমির আমন ধান, দুই হাজার হেক্টর জমির খেসারী ও চার হাজার হেক্টর জমির শাক-সবজি, ৫৫ হেক্টর গোচারণ ভূমি, ২২ কিলোমিটার কাঁচা বেড়ি বাঁধ, বহু পানের বরজ, ‍এক লাখ গাছ এবং ১২০ কিলোমিটার কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বানারীপাড়ায় বুলবুলের আঘাতে গাছ পড়ে বিধ্বস্ত ঘর

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার জানান, ৩ দিন বন্ধ থাকার পর সোমবার সকাল ১০টার দিকে বরিশালের সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানিয়েছেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের সম্পূরক তালিকা করে দ্রুত সময়ের মধ্যে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চলছে। 

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ