X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুতে বসলো ১৬তম স্প্যান, ২৪০০ মিটার দৃশ্যমান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৯, ১৪:১৩আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৫:১৪

পদ্মা সেতু (ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি) পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ১৬-১৭ নম্বর পিলারে বসলো স্প্যান ৩-ডি। এটি পদ্মা সেতুর ১৬তম স্প্যান। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে স্প্যান বসানো হয় বলে নিশ্চিত করেন সেতুর একাধিক প্রকৌশলী। এর ফলে এখন পদ্মা সেতুর দুই হাজার ৪০০ মিটার দৃশ্যমান হলো।

নির্বাহী প্রকৌশলী ও ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের জানান, মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে স্প্যানটি বসানো হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে স্প্যানটি (সুপার স্ট্রাকচার) পিলারে বসানোর জন্য মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগের কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন তিয়ান-ই তে করে রওনা করা হয়।

প্রকৌশলীরা জানান, ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩-ডি স্প্যান পিলারের ওপর বসানোর কাজ চলছে। এটি বসানোয় সেতুর মোট দুই হাজার ৪০০ মিটার দৃশ্যমান হয়েছে।

তারা আরও জানান, কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ১৬-১৭ নম্বর পিলারের দূরত্ব কম হওয়ায় স্প্যান নিয়ে যেতে বেশি সময় লাগেনি। তাই কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে রওনা দিয়ে একই দিনে স্প্যান বসানো সম্ভব হয়েছে।

জানা গেছে, এ মাসেই পদ্মা সেতুতে বসতে যাচ্ছে আরও দুটি স্প্যান। কয়েকদিনের মধ্যে বসানোর শিডিউল আছে স্প্যান ৪-ডি। এটি বসানো হবে ২২-২৩ নম্বর পিলারে। তবে নাব্য সংকটের কারণে এ স্প্যান বসাতে প্রকৌশলীদের অপেক্ষা করতে হচ্ছে। চ্যানেলে নাব্য ফেরাতে ড্রেজিং অব্যাহত আছে।

সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে কনস্ট্রাকশন ইয়ার্ডে এসেছে ৩১টি স্প্যান। ১৫টি স্থাপন করা হয়েছে, পাঁচটি প্রস্তুত আছে, তিনটি রং করা বাকি এবং আটটি স্প্যান ফিটিং করা হচ্ছে।

সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৩টির কাজ সম্পন্ন হয়েছে। বাকি পিলারের শুধু ক্যাপিং করার কাজ করতে হবে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি মূল সেতু নির্মাণের কাজ করছে। 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা