X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

খাবারের তালিকা নিয়ে ঝগড়া, জাহাজ থেকে পানিতে ফেলে শ্রমিক হত্যা

চাঁদপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৯, ১১:৪৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১২:০১

চাঁদপুর চাঁদপুরের হাজীগঞ্জে এক শ্রমিক আরেক শ্রমিককে ধাক্কা দিয়ে পানিতে ফেলে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত শ্রমিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)  আলীগঞ্জ বালুমহালের ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে। দুপুরের খাবারের তালিকা নিয়ে দুই শ্রমিকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কা মেরে পানিতে ফেললে ওই শ্রমিক মারা যায়।

নিহত নির্মাণ শ্রমিক মো. জাহিদ হাসান লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার ইসলামগঞ্জ ইউনিয়নের হাটহাজারী গ্রামের আলাউদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শ্রমিক মহিনউদ্দিনকে আটক করেছে। আটক মহিনউদ্দীন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর এলাকার বাসিন্দা।

আলীগঞ্জ বালুমহালে শাহ সিমেন্টের বস্তা বোঝাই একটি কার্গোতে মালামাল স্থানান্তরের কাজে নিয়োজিত ছিলেন দুই শ্রমিক। তারা দুপুরের খাবারের তালিকা নিয়ে মারামারি শুরু করেন। এক পর্যায়ে জাহিদকে মহিনউদ্দিন ধাক্কা দিলে তিনি কার্গো থেকে নদীতে পড়ে ডুবে যান। খোঁজাখুঁজি করে তার মৃতদেহ না পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসও তাকে খুঁজে পায়নি। পরে চাঁদপুর থেকে ডুবুরি দল এসে ডুবে যাওয়া শ্রমিক জাহিদ হাসানের মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী সিমেন্টের শ্রমিক আবু তাহের বলেন, সকাল ১০টার দিকে মাইনুদ্দিন ও জাহিদের মধ্যে মারামারি লেগে যায়। এক পর্যায়ে মহিনউদ্দিন তাকে ধাক্কা দিলে সে পাশে থাকা আরেকটি কার্গোতে আঘাত পেয়ে পানিতে ডুবে যায়।

আটক মাইনুদ্দিন জানান, ‘দুপুরের খাবারের তালিকায় শাক-সবজি থাকায় সকালে অভিমান করে জাহিদ। সে চেয়েছিল দুপুরের খাবার তালিকা মাছ-মাংস থাকবে। তারপর জাহিদ আমাকে টাকা চুরির অপবাদ দেয়। এতে আমি ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা দিয়েছি।’

স্থানীয় বালুমহালের দায়িত্বরত ও কাউন্সিলর মো. আজাদ হোসেন মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌর মেয়র আ স ম মাহবুব-উল-আলম লিপন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে যান। গত চারদিন ধরে শাহ সিমেন্টের বস্তা স্থানান্তরের করার কাজ করছিলেন শ্রমিকরা।

হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলমগীর হোসেন রনি বলেন, মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছ।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!