X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

সড়কেই থেমে গেলো বাবা-মেয়ের স্বপ্ন

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
২৮ ডিসেম্বর ২০১৯, ২৩:০০আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২৩:৪৭

নিহত সাইফুজ্জামান

বড় মেয়ে আশরা আনাম খান তাসফিয়াকে (১৪) সেনাবাহিনীর বড় পদে দেখতে চেয়েছিলেন সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান খান মিণ্টু। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে মেয়েকে ফেনী ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন পূরণের আর কোনও সম্ভাবনা নেই।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাসফিয়া। শুধু তাসফিয়া নয়, একই সড়ক দুর্ঘটনায় সাইফুজ্জামান নিজে ও তার আরেক মেয়ে তাসনীমও প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী মনিকা আক্তার ও একমাত্র ছেলে মণ্টি।

এ সর্ম্পকে জানতে চাইলে সাইফুজ্জামান খানের ছোট ভাই সাইদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাসফিয়ার শারীরিক উচ্চতা ভালো ছিল। ভাই চেয়েছিলেন তাসফিয়া সেনাবাহিনীর অফিসার হোক। সেজন্য তিনি তাকে ফেনী ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করিয়ে দিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘২৩ ডিসেম্বর তাসফিয়ার ক্লাস সেভেনের ফাইনাল পরীক্ষা শেষ হয়। পরদিন সকালেই ফেনী ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ থেকে মেয়েকে নিয়ে বান্দরবান বেড়াতে যান। ওইদিন ঢাকা থেকে সাইফুজ্জামান নিজেই প্রাইভেটকার ড্রাইভ করে পরিবারের অন্য সদস্যদের নিয়ে ফেনী আসেন। তারপর ফেনী থেকে মেয়েকে প্রাইভেটকারে নিয়ে বান্দরবানের উদ্দেশে চট্টগ্রাম যান। চট্টগ্রামে তার এক বন্ধুর বাসায় প্রাইভেটকার রেখে সবাইকে নিয়ে বান্দরবান যান। বান্দরবানে বেড়ানোর পর আজ সকালে ঢাকায় বাসায় ফিরছিলেন। কিন্তু সড়ক দুর্ঘটনা বেড়ানোর আনন্দকে বিষাদে ভরিয়ে দিলো। গোটা পরিবারকে তছনছ করে দিয়েছে।’

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট খায়রুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা একটি লরি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কের দিকে ঘুরছিল। এসময় চট্টগ্রাম নগরী থেকে ছেড়ে আসা সাইফুজ্জামান খানের প্রাইভেটকারের সঙ্গে ওই লরির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইফুজ্জামান খানের দুই মেয়ে মারা যান। গুরুতর আহতাবস্থায় সাইফুজ্জামান, তার স্ত্রী ও ছেলেকে চমেক হাসপাতালে পাঠানো হয়।’

সাইফুজ্জামান বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের পদে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার নিশ্চিন্তপুর এলাকায়। ১১ ভাই বোনের মধ্যে তিনি সপ্তম ছিলেন। ছয় ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ। তার বড় নজরুল ইসলাম খান সেনাবাহিনীর কর্নেল পদে কর্মরত রয়েছেন। আরেক ভাই মুনিরুজ্জামান খান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সাইফুজ্জামান পরিবার নিয়ে ঢাকার মিরপুরে থাকতেন।

দুপুর দেড়টার দিকে চমেক হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ড নিউরো সার্জারি ওয়ার্ডের চিকিৎসকের কক্ষে নিহত সাইফুজ্জামানের দুই ভাই মুনিরুজ্জামান খান ও মিজানুর রহমান খান বসে আছেন। ওই ওয়ার্ডেই সাইফুজ্জামানের স্ত্রী কনিকা আক্তার ও ছেলে মণ্টি চিকিৎসাধীন রয়েছেন। পরে বেলা ৩টার দিকে হাসপাতালে আসেন তার বড় ভাই কর্নেল নজরুল ইসলাম খান। তিনি আসার পর চিকিৎসাধীন সাইফুজ্জামানের স্ত্রী কনিকা আক্তার ও ছেলেকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চট্টগ্রামে নিয়ে যাওয়া যান।

এ সর্ম্পকে জানতে চাইলে নিহত সাইফুজ্জামানের ভাই মিজানুর রহমান খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন- ভাবি এবং ভাতিজা শঙ্কামুক্ত আছেন। এরপরও যেহেতু তারা মাথায় আঘাত পেয়েছেন, তাই উন্নত চিকিৎসার জন্য তাদের সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রামের বাড়ি চাঁদপুরের পারিবারিক কবরস্থানে নিহতদের দাফন করা হবে।’

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!