X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২০, ১২:২৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৭:২১

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্ত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সেলিম ও সুমন নামে দুই বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুইজন।  বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ওয়াহেদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো−জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের বুদ্ধ মিয়ার ছেলে সেলিম (২৮) ও একই ইউনিয়নের দশরশিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সুমন (২২)। আহতরা হলো−পাকা ইউনিয়নের নামোজগন্নাথপুর গ্রামের তোফাজ্জল আলীর ছেলে সাকির ও নজরুল ইসলামের ছেলে লালবর আলী। 

দুর্লভপুর ইউনিয়নের চেয়ারমান আব্দুর রাজীব রাজু এই খবর নিশ্চিত করেছেন।

তবে লালবরের পরিচয় নিয়ে দুই ধরনের তথ্য পাওয়া গেছে। তিনি ভারতের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা বলে দাবি করেছেন ঘটনাস্থলের আশপাশের লোকজন।

স্থানীয়রা জানান, ওয়াহেদপুর সীমান্ত দিয়ে সেলিম, সুমনসহ বেশ কয়েকজনের একটি দল বৃহস্পতিবার ভোররাতে ভারতে গরু আনতে যায়। এ সময় ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ওপারে ভারতীয় চাঁদনী চক ক্যাম্পের টিকলীরচর এলাকায় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সেলিম ও সুমন গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং লালবর ও সাকির আহত হন। সহযোগীরা তাদের লাশ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। সকালে পরিবারের লোকজন গোপনে কদমচর এলাকায় তাদের দুজনের মরদেহ দাফন করে।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, ৪ নম্বর ওয়ার্ডে লাল বর (১৮) ভর্তি আছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের নজরুল ইসলামের ছেলে। ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন সাকির। তিনি একই ইউনিয়নের নামোজগন্নাথপুর গ্রামের তোফাজ্জল আলীর ছেলে। ভোর ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে তাদের হাসপাতালে আনা হয়।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন লালবর (১৮) বলেন, ‘বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গরু আনতে ১১ জন সীমান্তের ওপারে গিয়েছিলাম। সীমান্ত অতিক্রম করে পাঁচকাঠা ভেতরে প্রবেশ করে নদী পার হবো, এমন সময় জঙ্গলে লুকিয়ে থাকা বিএসএফ সদস্যরা লাইটের আলো জ্বালিয়ে আমাদের ওপর গুলি চালায়। এরপর আমাদের অন্য যারা সুস্থ ছিলেন, তারা আমাদের বাংলাদেশে নিয়ে আসেন।’ 
এ ব্যাপারে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান খান জানান, নিহত ও আহতদের স্বজনেরা এখনও লিখিত অভিযোগ করেননি। 

/এফএস/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী