X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

মুড়িকাটার ভালো দাম পেয়ে হালি পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষক

কাজী তানভীর মাহমুদ, রাজবাড়ী
১২ জানুয়ারি ২০২০, ১৮:০৮আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৮:১৪

 

পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষক

পেঁয়াজ চাষের এই ভরা মৌসুমে হালি পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ী জেলার চাষিরা। জেলার বিভিন্ন উপজেলার বিস্তৃর্ণ মাঠজুড়ে চলছে হালি পেঁয়াজের আবাদ। পেঁয়াজের ঘাটতি মেটাতে ও ভালো দামের আশায় আগের চেয়ে চাষিরা পেঁয়াজ চাষে বেশি আগ্রহী হয়ে উঠেছেন। আবহাওয়া ও সব ঠিকঠাক থাকলে ভালো ফলনের আশা করছে কৃষি বিভাগ। চলতি বছর রাজবাড়ীতে ২৫ হাজার ৫০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মৌসুমের শুরুতে আগাম মুড়িকাটা পেঁয়াজ চাষ করে ভালো ফলন ও অধিক দাম পেয়ে বর্তমানে হালি পেঁয়াজের চাষাবাদে অধিক আগ্রহী হয়ে উঠেছেন চাষিরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেঁয়াজ চাষিদের দম ফেলার সময়ও নেই। বিগত বছরের তুলনায় এবছর রাজবাড়ীর চাষিদের বেশি আগ্রহ পেঁয়াজ চাষে। কৃষকরা জানান, গত বছর পেঁয়াজ চাষে লোকসান হয়েছিল। তবে এবার বাজারে পেঁয়াজের দাম বেশি হওয়ায় লাভের আশা তাদের। তাই মুড়িকাটা পেঁয়াজের পরই হালি পেঁয়াজ চাষ শুরু করেছেন তারা।

কৃষকরা জানান, এক বিঘা জমিতে পেঁয়াজ চাষ করতে সব মিলিয়ে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়। ফলন মেলে ৪০ থেকে ৪৫ মণ। বাজারে ৪ হাজার থেকে ৬ হাজার টাকা মণ দরে পেঁয়াজ  বিক্রি হচ্ছে।

পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষক

রাজবাড়ী জেলায় প্রতিবছর প্রায় ২৯ হাজার হেক্টর জমিতে আগাম মুড়িকাটা ও হালি পেঁয়াজের চাষ হয়। দেশে পেঁয়াজ আবাদের দিক থেকে রাজবাড়ী জেলা রয়েছে তৃতীয় অবস্থানে। আর দেশের মোট উৎপাদনের ১৩ শতাংশ পেঁয়াজ উৎপাদিত হয় রাজবাড়ীর মাটিতেই। কৃষি অধিদফতর এবছর রাজবাড়ীতে প্রায় ২ লক্ষ ৮২ হাজার টন মুড়িকাটা,হালি ও দানা পেঁয়াজ উৎপাদনের আশা করা হচ্ছে।

রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ৫নং ওয়ার্ডের পেঁয়াজ চাষি মিলনউর রহমান বলেন, হালি পেঁয়াজের দানা থেকে যে চারা গজিয়েছে তা উঠিয়ে ক্ষেতে লাগানোর কাজ চলছে।৩ মাস পরে এই হালি পেঁয়াজের ফলন উঠবে। তারপর বাজারে নেবো। তখন যদি পেঁয়াজের বাজার কমপক্ষে ২ হাজার থেকে ২৫শ টাকা মণ থাকে তাহলে আমরা লাভবান হবো।

কৃষক রুস্তম বিশ্বাস বলেন, আমরা রাজবাড়ীর কৃষকরা অনেক মুড়িকাটা পেঁয়াজ লাগিয়েছি। এই মুড়িকাটা পেঁয়াজের দাম যদি থেকে এরকমই থাকে আর দেশের বাইরে থেকে যদি কোনও পেঁয়াজ আমদানি না হয় তাহলে কৃষক লাভবান হবে।

পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষক

রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক গোপাল কৃষ্ণ দাস জানান, এ বছর জেলায় ২৫ হাজার ৫০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। রাজবাড়ীতে মুড়িকাটা, দানা ও হালি তিন ধরনের পেঁয়াজ আবাদ হয়। এখন হালি পেঁয়াজ আবাদ চলছে। ৪ হাজার ৫৬৮ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ হয়েছে। এর প্রায় ৬০ ভাগ পেঁয়াজ চাষিরা ক্ষেত থেকে সংগ্রহ করেছেন। মুড়িকাটা পেঁয়াজ চাষিরা হেক্টর প্রতি ১২ মেট্রিক টন ফলন পেয়েছেন। ভালো দাম মেলায় তারা লাভবান হয়েছেন।তাই বর্তমানে চাষিরা হালি পেঁয়াজ চাষে বেশি আগ্রহী। দিন দিন রাজবাড়ীতে পেঁয়াজের আবাদ বাড়বে বলে আশা করা হচ্ছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার