X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ আটক ৬

ঝালকাঠি প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২০, ১৮:৩৩আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৮:৩৩

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ আটক ৬

ঝালকাঠিতে যুবলীগ নেতাকে মারধর ও চাঁদা দাবির মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিলনসহ যুব ও ছাত্রলীগের মোট ছয় জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলন (৩৬), সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম অপু (২৯), যুবলীগ নেতা সাইফুল ইসলাম (৪০), সুমন (৩৪), মামুন খান (৩৫) ও কামাল (৩৪)। মঙ্গলবার গভীর রাতে শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর আগে, ঝালকাঠি পৌর এলাকার ১নং চাঁদকাঠি ওয়ার্ড যুবলীগ সভাপতি আবুল কালাম বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, পাঁচ লাখ টাকা ধার নিয়েও অনেক দিনে শোধ করেননি সৈয়দ মিলন। পরে তিনি ৫০ হাজার টাকা করে কিস্তিতে সেই টাকা শোধ করতে চান। কিন্তু বাদী এই শর্তে রাজি না হলে তার কাছে চাঁদা দাবি করেন অভিযুক্ত ছাত্রলীগ নেতা মিলন। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা সালিশ করে মীমাংসার কথা বলেন। এরপর ৫ জানুয়ারি এলজিইডির সামনে সৈয়দ মিলনের নেতৃত্বে ৭-৮ জন হামলা ও মারধর করে বাদীকে আহত করে। এসময় তার সঙ্গে থাকা মোবাইল ও টাকাসহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেওয়া হয়। 

বুধবার (১৫ জানুয়ারি) এ ব্যাপারে সদর থানার ওসি মো. খলিলুর রহমান জানান, মামলার আসামি হিসেবে ডাক্তার পট্টির বাসা থেকে সৈয়দ মিলনকে আটক করা হয়। এসময় তার শয়ন কক্ষ থেকে ১২টি ধারালো দেশীয় রামদা ও চারটি জিআই পাইপ উদ্ধার করা হয়েছে। এছাড়াও সেখান থেকে সাইফুল, মামুন, সুমন ও কামালকে আটক করা হয়। সৈয়দ মিলনের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা ও অপকর্মের অভিযোগ রয়েছে। তার নামে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ঘামে ভেজা চুলের যত্নে কী করবেন
ঘামে ভেজা চুলের যত্নে কী করবেন
ইউক্রেনের তিনটি অঞ্চলের জ্বালানি স্থাপনায় রুশ হামলা
ইউক্রেনের তিনটি অঞ্চলের জ্বালানি স্থাপনায় রুশ হামলা
সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুসংহত করতে হবে: ধর্মমন্ত্রী
সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুসংহত করতে হবে: ধর্মমন্ত্রী
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই