X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের শিকার দুই ছাত্রী হাসপাতালে

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০১

নজরুল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের শিকার দুই ছাত্রী হাসপাতালে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের শিকার হয়ে প্রথম বর্ষের দুই ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আল জাবির বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের চেকপোস্ট সংলগ্ন ছাত্রী মেসে এ ঘটনা ঘটে। পরিচয় পর্বের নামে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা লিয়োনাকে বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে ওই মেসের কয়েকজন সিনিয়র ছাত্রী। এ সময় মানসিক চাপে অসুস্থ হয়ে সিঁড়ি থেকে পড়ে যায় লিয়োনা। পরে তাকে রাতে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে আরেক শিক্ষার্থী সানজিদা স্বর্ণাকেও র‌্যাগ দেওয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়।
লিয়োনাকে দেখতে হাসপাতালে আসেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. শেখ সুজন আলী, সহকারী প্রক্টর এবং নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের প্রধান আল জাবির, অগ্নিবীণা হলের হাউজ টিউটর মাসুদুল মান্নান প্রমুখ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আল জাবির বলেন, ‘শিক্ষার্থীর সঙ্গে কথা বলে এটি স্পষ্ট যে, তার ওপর মানসিক চাপ প্রয়োগ করা হয়েছে। এতে সে ভীত হয়ে পড়ে। একপর্যায়ে সে সিঁড়ি থেকে পড়ে আহত হয়। এই মানসিক নির্যাতন যারা করেছে তাদের বিচার না করতে পারলে পদত্যাগ করবো।’

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ বিষয়ক উপদেষ্টা ড. শেখ সুজন আলী বলেন, ‘র‌্যাগিং নিয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। আহত শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় বহন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, ‘রবিবারের মধ্যে এই বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।’

উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে ৪ সদস্যের একটি অ্যান্টি র‌্যাগিং কমিটি গঠন করে দিয়েছি। দ্রুতই জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রসঙ্গত, এ ঘটনায় নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ এবং মুক্তিযোদ্ধার সন্তান কমিটি রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় র‌্যাগিংবিরোধী কর্মসূচি পালন করবে।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে পথচারীদের মাঝে শরবত বিতরণ করছে ‘স্বপ্ন’
গরমে পথচারীদের মাঝে শরবত বিতরণ করছে ‘স্বপ্ন’
আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা মঙ্গলবার
আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা মঙ্গলবার
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু