X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে দুটি ট্রলার ডুবি, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫৬

চট্টগ্রাম ট্রলারে করে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে কুতুবদিয়া দ্বীপে যাওয়ার সময় দুটি ট্রলার ডুবে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাথারিয়া ইউনিয়নের জলকদর খালে এবং গন্ডামারা ইউনিয়নের খাটাখালী এলাকায় বঙ্গোপসাগরে ট্রলার ডুবির পৃথক ঘটনা ঘটে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন– বাঁশখালীর দক্ষিণ বাগমারা এলাকার মৃত রৌশনুজ্জামানের ছেলে ওমান প্রবাসী মো. আক্কাছ (২৮) ও বাঁশখালীর আইদ্দারখীল এলাকার আমান উল্লাহর ছেলে স্কুলছাত্র মো. মিনহাজ (১০), খানখানাবাদের রায়ছড়া গ্রামের আব্দুল মালেক (৫০) এবং কদম রসূল গ্রামের আব্দুল জলিল (৩২)।

ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুতুবদিয়ায় শাহ আব্দুল মালেক কুতুবীর উরসে যাওয়ার সময় বুধবার সকাল ৯টার দিকে বাঁশখালীর কাথারিয়া চুনতি বাজার এলাকায় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ট্রলার জলকদর খালে উল্টে যায়। ওই ট্রলারে থাকা আক্কাছ ও মিনহাজ নিখোঁজ হন। একপর্যায়ে স্থানীয়রা আক্কাসের মরদেহ খুঁজে পান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা এসে দুপুর দেড়টার দিকে মিনহাজের মরদেহ উদ্ধার করেন।’

একই উরসে যাওয়া আরেকটি ট্রলার ডুবির ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন জানিয়ে ওসি বলেন, ‘অপর ট্রলারডুবির ঘটনাটি ঘটে গন্ডামারা ইউনিয়নের খাটাখালী এলাকায় বঙ্গোপসাগরে। খানাখানাবাদের কদমরসুল এলাকার ১২৫ জন যাত্রী নিয়ে ওই ট্রলারটি কুতুবদিয়া দরবার শরিফে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টায় গন্ডামারা সমুদ্র মোহনায় পৌঁছলে সেটি উল্টে মালেক (৫০) ও জলিল (৩২) মারা যান।’

নিহত চারজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
আবারও জীবিত দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস
আবারও জীবিত দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই