X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

অনৈতিক কাজে রাজি না হওয়ায় স্ত্রীর মাথা ন্যাড়া করার অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি
১০ মার্চ ২০২০, ১৯:২২আপডেট : ১০ মার্চ ২০২০, ২০:১৪

ঠাকুরগাঁও অনৈতিক কাজ করতে রাজি না হওয়ায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্ত্রীর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে আমিরুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুজ্জামান মঙ্গলবার (১০ মার্চ) এ তথ্য জানান।

অভিযুক্ত আমিরুলের বাড়ি কুষ্টিয়া জেলায়। তার স্ত্রীর (৩৮) বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর থানায়।

ভুক্তভোগী নারী অভিযোগে জানান, তাকে টাকার বিনিময়ে অন্য পুরুষের সঙ্গে বিছানায় যাওয়ার প্রস্তাব দেয় আমিরুল। এতে রাজি না হলে সে শারীরিক নির্যাতন চালায়। নির্যাতন সহ্য করতে না পেরে শনিবার বালিয়াডাঙ্গীতে ননদের বাড়িতে বিচার দিতে যান ওই নারী। সেখান থেকে আমিরুল জোর করে তাকে বাড়িতে নিয়ে যায়। এরপর বারান্দায় পিলারের সঙ্গে বেঁধে তার মাথা ন্যাড়া করে দেয়।

তিনি বলেন, ‘স্থানীয়রা পুলিশে খবর দিলে আমিরুল পালিয়ে যায়। আমিরুলের বিচার এলাকার কেউ করতে চায় না। একবার স্থানীয় চেয়ারম্যানকে বিচার দিয়েছিলাম। কোনও কাজ হয়নি। আমি তিন সন্তানকে নিয়ে ননদের বাড়িতে আশ্রয় নিয়েছি। আমার সঙ্গে যা ঘটেছে আমি তার বিচার চাই।’

আমিরুলের ভাগনে মিজানুর রহমান বলেন, ‘মামির ওপর মামা প্রায়ই নির্যাতন চালান। আমরা নিষেধ করলেও মানেন না। এ ঘটনায় তার দ্রুত বিচার হওয়া উচিত।’

এ বিষয়ে এসপি বলেন, ‘৯৯৯ নম্বরে খবর পাওয়ার পরে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে। তিনি এখন আমিরুলের বোনের বাড়িতে অবস্থান করছেন। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।’ অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী