X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

অসচ্ছলদের পাশে রাঙামাটি জেলা আ.লীগ

রাঙামাটি প্রতিনিধি
৩০ মার্চ ২০২০, ১৫:২৩আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৫:২৩

অসচ্ছলদের পাশে রাঙামাটি জেলা আ.লীগ করোনা সংকটের মধ্যে কাজ বন্ধ হয়ে এবং ঘর থেকে বের হতে না পারার কারণে সংকটে থাকা অসচ্ছল পরিবাগুলোকে সাহায্য করছে রাঙামাটি জেলা আওয়ামী লীগ।  রাঙামাটি শহরের এক হাজার অসচ্ছল পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোমবার (৩০ মার্চ) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা, সদর উপজেলা এবং পৌর আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন সংসদ সদস্য দীপংকর তালুকদার। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ কেজি করে চাল, আলু দুই কেজি, লবণ এক কেজি, তেল এক লিটার, ডাল এক কেজি এবং দুই কেজি করে পেঁয়াজ।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি চিংকিউ রোয়াজা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর, রাঙামাটি পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী সোলায়মান চৌধুরী, সাধারণ সম্পাদক মনসুর আলী।

দীপংকর তালুকদার নেতাকর্মীদের জেলাবাসীর পাশে থাকার অনুরোধ জানিয়ে বলেন, ’জনসমাগম এড়াতে আমরা আমাদের পৌর আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে ঘরে ঘরে নিম্ন আয় ও খেটে খাওয়া মানুষের মাঝে এই ত্রাণ পৌঁছে দেবো। এটি একটি বৈশ্বিক সংকট। এই সংকট মোকাবেলায় সরকার তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ বিতরণ

এদিকে রাঙামাটি সদর উপজেলার ৬ নম্বর ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় ৬০০ পরিবারের মধ্যে ত্রাণ সমাগ্রী বিতরণ করেছেন উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহোরা। এসময় আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন আক্তারসহ ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
ভুয়া পুলিশ সদস্য আটক
ভুয়া পুলিশ সদস্য আটক
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
কবরস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচিকবরস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা