X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

জানাজায় লাখো মানুষের ঘটনায় ৮ গ্রামের মানুষকে ঘরবন্দি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২০, ১৭:৫০আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৮:৫১

জানাজার ওই এলাকা লকডাউন করা হয়েছে, পাহারায় পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা লকডাউন ঘোষণার পরও সরাইলে মাওলানা জোবায়ের আহমদ আনসারীর জানাজায় লাখো মানুষের সমাগমের ঘটনায় ওই এলাকার আট গ্রামের মানুষকে ঘরবন্দি করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) প্রশাসন এসব গ্রামের লোকজনকে বাইরে বের হতে নিষেধাজ্ঞা জারি করেছে। গ্রামের বিভিন্ন স্থানে টাঙিয়ে দেওয়া হয়েছে সতর্কতামূলক লাল পতাকা। স্থানীয়রা এ ঘটনার জন্য প্রশাসনের গাফিলতিকে দায়ী করছেন।

অবরুদ্ধ করা গ্রামগুলো হলো—জেলা সদর উপজেলার মালিহাতা, সরাইলের বেড়তলা, সিতাহরণ ও বড়ইছড়া এবং আশুগঞ্জের শান্তিনগর, বগইর, খরিয়ালা ও মৈশার।

এদিকে, এ ঘটনা গণমাধ্যমে ফলাও করে প্রচার হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। ব্যর্থতার দায়ে শনিবার (১৮ এপ্রিল) রাতেই সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাৎ হোসেনকে প্রত্যাহার করা হয়। আজ সকালে প্রত্যাহার করা হয় সরাইল থানার ওসি (তদন্ত) নূরুল হক এবং সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানাকে।

করোনার ভেতর সব ধরনের ধর্মীয়, সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা থাকলেও এবং সামাজিক দূরত্ব মেনে চলার বাধ্যবাধকতা থাকলেও মাওলানা জোবায়ের আহমদ আনসারীর জানাজা আয়োজনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকায় মাইকিং করে জানিয়ে দেয় তার অনুসারীরা। স্থানীয় প্রশাসন এ ঘটনায় বাধা না দেওয়ায় বিভিন্ন যানবাহনে করে লাখো জনতা জড়ো হয় জানাজায়। এতে বেড়েছে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি। আতঙ্কে আছেন আশপাশের গ্রামের মানুষরাও।

সেই জানাজায় অংশ নেওয়া মুসল্লিরা বিটঘর এলাকার বাসিন্দা মো. ফরিদ মিয়া জানান, ‘‘জানাজা হবে সবাই তো জানতো। এলাকায় মাইকিং হয়েছে। ফেসবুকে লেখালেখি হয়েছে। মানুষ জড়ো হয়েছে। প্রশাসন কী করেছে? এখন গ্রাম লকডাউন করছে। অর্থাৎ ‘চোর গেলে বুদ্ধি বাড়ে’ গ্রামীণ প্রবাদের মতোই ঘটনা ঘটেছে।’’

একই এলাকার বাসিন্দা মুজিবুর রহমান বলেন, ‘পুলিশের দাপট দেখি খালি মাঠে। ভরা মাঠে তারা কী করে? আমরা বেশি কথা বললে আবার সমস্যা হবে।’

স্থানীয় মাজারের পরিচালক (খাদেম) দারুল ইসলাম বলেন, ‘ব্যাপারটি স্পর্শকাতর। করোনা ঝুঁকির মধ্যে এত লোক সমাগম হয়েছে, সবাই দেখেছে। স্থানীয় প্রশাসন তো কিছু করেনি। জেলা লকডাউন হওয়ার পর গ্রামের বাজারে এসে পুলিশ দোকানে বাড়ি দেয়, লাঠি চার্জ করে। এর দায় প্রশাসনের কর্মকর্তারা এড়াতে পারেন না।’

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন তিন কর্মকর্তাকে প্রত্যাহারের কথা জানিয়ে বলেন, ‘জানাজায় জনসমাগমের ঘটনা তদন্ত করতে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেনকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন—চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার ও আমি (ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন)। কমিটিকে আগামী ২২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

লকডাউন এলাকায় লাল পতাকা টাঙানো হয়েছে উল্লেখ্য, করোনা পরিস্থিতির মধ্যে লকডাউন উপেক্ষা করে সামাজিক দূরত্ব বজায় না রেখেই লাখো মানুষ জমায়েত হয়েছিল বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা জোবায়ের আহমদ আনসারীর জানাজায়। শনিবার (১৮ এপ্রিল) সকালে জামিয়া রাহমানিয়া বেড়তলা মাদ্রাসা প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। সকাল থেকে পিকআপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনে করে রাজধানীসহ বিভিন্ন জেলা এবং আশপাশের বিভিন্ন স্থান থেকে বেড়তলা মাদ্রাসায় আসতে থাকে লোকজন। পরে সকাল ১০টার দিকে জানাজা শুরু হয়। মাদ্রাসা মাঠ ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে ছড়িয়ে যায় মানুষ। একদিকে বিশ্বরোড মোড় হয়ে সরাইলের মোড় পর্যন্ত, অন্যদিকে আশুগঞ্জের কাছাকাছি গিয়ে ঠেকে মানুষের ঢল। এছাড়া ওই এলাকার আশপাশের বিভিন্ন ভবনের ছাদেও মানুষের উপচেপড়া ভিড় ছিল। তবে সেখানে কিছু পুলিশ উপস্থিত থাকলেও তারা ছিলেন এক রকম নীরব দর্শক।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৫টা ৪৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মার্কাসপাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাওলানা জোবায়ের আহমদ আনসারী। তিনি স্থানীয় বেড়তলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষও ছিলেন। এছাড়া তিনি একাধিক মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন। ইসলামি আলোচক হিসেবে তার খ্যাতি রয়েছে।

/আইএ/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: তাপ প্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপ প্রবাহ অব্যাহত থাকার আভাস
সাত দিনে হিট স্ট্রোকে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদফতর
সাত দিনে হিট স্ট্রোকে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদফতর
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার