X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

পাহাড়ে অস্ত্রের মুখে পাড়া কারবারিকে অপহরণের অভিযোগ

বান্দরবান প্রতিনিধি
০৭ মে ২০২০, ০৯:০৯আপডেট : ০৭ মে ২০২০, ০৯:০৯

বান্দরবান (ফাইল ছবি) বান্দরবানের রুমায় রিজুক পাড়া প্রধান পুচেনু মারমা কারবারিকে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। বুধবার (৬ মে) বিকালে এ ঘটনা ঘটে।

এদিকে সাতদিন আগে অপহৃত দুই ইঞ্জিন বোট নৌকা চালকের সন্ধানে যাওয়া গ্রামবাসীদের টার্গেট করে গুলি বর্ষণ করেছে সন্ত্রাসীরা। আতঙ্কে লাফিয়ে পড়ে ছত্রভঙ্গ হয়ে যান গ্রামবাসীরা। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, জেলার রুমা উপজেলার সদর ইউনিয়নের রিজুক পাড়া থেকে বোমাং সার্কেলের কারবারি (পাড়া প্রধান) পুচেনু মারমাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা।

অপরদিকে সাতদিন ধরে নিখোঁজ দুই ইঞ্জিন বোট নৌকা চালক থুইনুমং মারমা এবং সহকারী চালক অংথুইচিং মারমা দুই জনের সন্ধানে যাওয়া গ্রামবাসীদের টার্গেট করে গুলি বর্ষণ করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে লাফিয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান গ্রামবাসী। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন এবং স্থানীয়রা অপহৃত নিখোঁজদের উদ্ধারে মাঠে নেমেছেন।

পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লা মং মারমা জানান, ‘গত বৃহস্পতিবার ইউনিয়নের তংবক পাড়ার দুই ইঞ্জিন বোট চালককে ডেকে নিয়ে যায় সন্ত্রাসীরা।  এরপর থেকে সাতদিন ধরে তারা নিখোঁজ। বুধবার তাদের খোঁজে গ্রামবাসী দুটি নৌকা নিয়ে পান্তলা, নাইতং পাড়া এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। আতঙ্কে জীবন বাঁচাতে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান তারা।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী বলেন, ‘ইঞ্জিন বোট চালক দুই জনের তথ্য আমরা পেয়েছি। থানায় দুটি জিডিও হয়েছে। কিন্তু পাড়া কারবারিকে অপহরণের খবর পেলেও নিশ্চিত হওয়া যায়নি। আসলে তাকে অপহরণ করা হয়েছে, নাকি আত্মগোপনে আছেন। অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী, পুলিশ অভিযান চালাচ্ছে। এখনও কেউ মুক্তিপণও দাবি করেনি। গুলি বর্ষণের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়