X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে মার্কেট-শপিংমল বন্ধ ঘোষণা

শরীয়তপুর প্রতিনিধি
১৬ মে ২০২০, ২২:৪০আপডেট : ১৬ মে ২০২০, ২২:৫০

শরীয়তপুরে মার্কেট খুলে দেওয়ায় স্বাস্থ্যবিধি অমান্য করে মানুষের চলাচল। মার্কেটে আনা হয়েছে শিশুদেরও।

স্বাস্থ্যবিধি অমান্য করায় শরীয়তপুর জেলায় সকল ধরনের মার্কেট, শপিংমল ও দোকানপাট ১৭ মে থেকে বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। শনিবার (১৬ মে) বিকালে জেলা প্রশাসক কাজী আবু তাহের এ গণবিজ্ঞপ্তি জারি করেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়। তবে ওষুধসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানপাট আগের মতোই খোলা থাকবে বলে জানানো হয়েছে।

জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্রেতা ও বিক্রেতা উভয়পক্ষের স্বাস্থ্যবিধি মেনে চলাসহ ১৫ টি নির্দেশনা দিয়ে গত ১০ মে থেকে সারাদেশে মার্কেট-শপিংমল খোলার অনুমতি দেওয়া হয়। শরীয়তপুরেও সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সব ধরনের দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু গত এক সপ্তাহের পর্যবেক্ষণে দেখা যায়, অধিকাংশ ক্রেতা-বিক্রেতাই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অমান্য করে ঝুঁকিপূর্ণভাবে হাট-বাজারে চলাচল করছেন। সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিটি মার্কেটে হাজার হাজার মানুষ করোনা সতর্কতা না মেনে কেনাকাটা করছেন। বিশেষ করে মহিলা ক্রেতারা তাদের বাচ্চাদের সঙ্গে নিয়ে প্রচণ্ড ভিড়কে উপেক্ষা করে এক মার্কেট থেকে আরেক মার্কেট ঘুরে বেড়াচ্ছেন। এ কারণে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, ঔষধের দোকান ও অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়া সকল মার্কেট, শপিংমল ও অন্যান্য দোকানপাট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

শরীয়তপুরে মার্কেট খুলে দেওয়ার পরের দৃশ্য। মুখে মাস্ক পরলেও সামাজিক দূরত্ব মানছেন না কেউ।

জেলা প্রশাসক কাজী আবু তাহের জানান, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি ও বিস্তার প্রতিরোধের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য  ছাড়া শরীয়তপুর জেলার সকল দোকানপাট বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ নির্দেশ অমান্য করলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র