X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ মে ২০২০, ১৭:৫৭আপডেট : ২০ মে ২০২০, ১৮:০৯

সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ নারায়ণগঞ্জের ফতুল্লায় পোস্ট অফিস এলাকায় একটি রফতামুখী গার্মেন্টস কারাখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ পুরনো সড়কের পোস্ট অফিস মোড়ে হামিদ ফ্যাশনের সড়ক অবরোধ করে এই বিক্ষোভ প্রদর্শন করে শ্রমিকরা। এ সময় রাস্তার দুই পাশে পণ্যবাহী যানবাহন আটকা পড়ে।  পরে পুলিশ এসে মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেয়।

হামিদ ফ্যাশন গার্মেন্টেসের শ্রমিকরা জানান, তাদের এপ্রিল ও  মে মাসের বেতন ও ঈদ বোনাস বকেয়া রয়েছে।  কিন্তু গার্মেন্টস কর্তৃপক্ষ এক মাসের বেতন ও ঈদ বোনাস ৬০ শতাংশ দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু শ্রমিকদের দাবি, তাদের দুই মাসের বকেয়া বেতন ও  সম্পূর্ণ ঈদ বোনাস পরিশোধ করতে হবে।  কিন্তু মালিকপক্ষ তা দিতে রাজি না হওয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে সড়ক অবরোধ করে রাখে।

সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ হামিদ ফ্যাশনের শ্রমিক রাবেয়া, সামিনা ও রাহেলাসহ কয়েকজন জানান, গার্মেন্টস খোলার পর থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে পায়ে হেঁটে , রিকশাভ্যানে চড়ে অনেক টাকা খরচ করে কাজে যোগ দিয়েছেন। কিন্তু গার্মেন্টস মালিক কর্তৃপক্ষ তাদের ন্যায্য পাওনা দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস দেওয়ার নামে নানা টালবাহানা করছে। তাদের দুই মাসের দোকান ও  ঘরভাড়াও বাকি রয়েছে। এসব বাকি পরিশোধ করতে না পারলে তাদের নানা বঞ্চনার শিকার হতে হবে।  

আরেক শ্রমিকরা বলেন, ‘বাড়িবাড়া পারিশোধ করতে না পারলে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হবে। কিন্তু গার্মেন্টস কর্তৃপক্ষ আমাদের ন্যায্য পাওয়া দিচ্ছে না । তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।’

এ ব্যাপারে নারায়ণগঞ্জ শিল্পপুলিশ জোন-৪-এর ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি ) সৈকত শাহিন জানান, হামিদ ফ্যাশনের গার্মেন্টস শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শ্রমিকরা একটি রাস্তার পাশে বালুর মাঠে অবস্থান নিয়েছেন। তারা মালিক পক্ষের সঙ্গে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী