X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সওজের গাছ কাটার নির্দেশ ইউএনওর, জনপ্রতিনিধির কাটা গাছের গুড়ি উদ্ধারে পুলিশ!

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৫ মে ২০২০, ০৫:৫৭আপডেট : ২৫ মে ২০২০, ০৬:০২




যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়েই সওজের গাছ কাটার অভিযোগ সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের চৌহালী উপজেলার দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন রেহাই পুকুড়িয়ায় এলাকায় ভাঙনের আশঙ্কায় সওজের কিছু গাছ কেটে সংরক্ষণের নির্দেশ দিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ। এ বিষয়ে পরে টেন্ডার হওয়ার কথা ছিল। তবে দায়িত্ব পাওয়া দুই জনপ্রতিনিধি গাছ কেটে সংরক্ষণ না করে ভোগের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয় স’মিল থেকে গাছের ২৫টি গুড়ি উদ্ধার করেছে পুলিশ।

অভিযোগ রয়েছে, ভাঙনে বিলীন হওয়ার অজুহাতে প্রায় দু’সপ্তাহ থেকে চৌহালী উপজেলা সদরের রেহাইপুখুরিয়া বাবলাতলা থেকে সম্ভুদিয়া ও দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত শতাধিক ইউক্যালিপটাসসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার ও বাগুটিয়া ইউপি চেয়ারম্যান কাহার সিদ্দীকিসহ বেশ কয়েকজন এই গাছ কাটার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে তাদের গাছ কেটে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা যায়। তা না করে স’মিলে গোপনে গাছের গুড়িসহ বিভিন্ন অংশ বিক্রি করে দেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে অভিযোগ পেয়ে শনিবার বিকালে রেহাইপুখুরিয়া নুরু মিয়ার স’মিল থেকে ২৫টি গুড়ি উদ্ধার করে চৌহালী থানা পুলিশ।

সম্প্রতি চৌহালী উপজেলার এনায়েতপুর থানায় গত প্রায় এক মাস আগে সরকারি গাছ কাটার অভিযোগ উঠে। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। ওই ঘটনার সুরাহা না হতেই একই ধরনের ঘটনা ঘটালো চৌহালীর স্থানীয় দুই জনপ্রতিনিধি।

অভিযোগের বিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোল্লা বাবুল আক্তার বলেন, ভাঙনের আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে জরুরি ভিত্তিতে গাছ কাটা হচ্ছে। পরে টেন্ডার করা হবে। এসব গাছের কোনও অংশ বিক্রির সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ কর্তৃক গাছ উদ্ধারের বিষয় অবগত নই।’

বাগুটিয়া ইউপি চেয়ারম্যান আবদুল কাহার সিদ্দিকী অভিযোগ অস্বীকার করে বলেন, গাছ কাটার সমস্ত হিসাব সংরক্ষণ আছে। 

এদিকে সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম পিকে বলেন, ‘গত দু’সপ্তাহ আগে ভাঙনের আশঙ্কার কথা বললেও পরবর্তী সময়ে গাছ কেটে সংরক্ষণের বিষয়ে আমাদের কেউ জানায়নি।’

চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স’মিল থেকে ২৫ পিস ইউক্যালিপটাস গাছের গুড়ি জব্দ করা হয়েছে। সেগুলো স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের জিম্মায় রাখা হয়েছে। কেটে নির্দিষ্ট স্থানে না রেখে স’মিলে রাখার বিষয়টি সন্দেহজনক। এটি তদন্ত করে দেখা হবে।

গাছ কাটার নির্দেশ দেওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ বলেন, ‘ভাঙনে বিলীন হতে পারে, এমন আশঙ্কা থেকে গাছ কেটে সংরক্ষণের জন্য বলা হয়েছিল।’ কাউকে গাছের গুড়ি স’মিলে রাখার জন্য বলা হয়নি বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোহামেডানকে ফাইনালে তোলা গোল করে আনন্দে ভাসছেন ইমন
মোহামেডানকে ফাইনালে তোলা গোল করে আনন্দে ভাসছেন ইমন
শান্ত-শরিফুলকে নিয়ে ক্লেমনের নতুন ক্যাম্পেইন
শান্ত-শরিফুলকে নিয়ে ক্লেমনের নতুন ক্যাম্পেইন
পোশাক শিল্পের হাত ধরেই দেশ উন্নত হবে: পাটমন্ত্রী
পোশাক শিল্পের হাত ধরেই দেশ উন্নত হবে: পাটমন্ত্রী
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল