X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বিদ্যুৎ নেই ১০ দিন, ফোন চার্জের লম্বা লাইন

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ মে ২০২০, ১৫:৩৩আপডেট : ৩০ মে ২০২০, ১৬:৪৮

একবার ফুল চার্জ ত্রিশ টাকা

ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডব শেষ হলেও দুর্ভোগ শেষ হয়নি মানুষের। এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় আছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার অনেক এলাকা। তাই বাধ্য হয়ে মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র চার্জ দিতে জেনারেটরের দোকানে ভিড় করছেন সাধারণ মানুষ। ইঞ্জিনভ্যানে করে জেনারেটর এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে গিয়ে ভ্রাম্যমাণ পদ্ধতিতেও ফোনে চার্জ দেওয়ার কার্যক্রম চলছে। প্রতিটি বাটন মোবাইল ফোন ও টাচ ফোন চার্জ দিতে নেওয়া হচ্ছে ৩০ টাকা, টর্চলাইট চার্জ দিতেও লাগছে ৩০ টাকা করে।

কলারোয়া উপজেলার কাকডাঙ্গা মোড়, বোয়ালিয়া, ফকিরপাড়ার মোড়, শাকদাহ, যুগিখালী, বুইতা, মাদরা, গয়ড়া, বুঝতলাসহ বিভিন্ন এলাকায় গিয়ে মোবাইল ফোনে চার্জ দিতে মানুষের লম্বা লাইন দেখা গেছে।

জানা যায়, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ২০ মে থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। আম্পানের পর সরকারি দফতরগুলোতে সীমিত আকারে বিদ্যুৎ সরবরাহ করা হলেও বাড়িঘর ও বেসরকারি প্রায় সব প্রতিষ্ঠান এখনও বিদ্যুৎহীন। তবে লাইনের কাজ চলছে। সব ঠিক থাকলে আজকালের মধ্যে লাইন চালু করে দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা। এই পরিস্থিতিতে ডিজেলচালিত জেনারেটর দিয়ে বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রের ব্যাটারি চার্জ দিচ্ছেন সাধারণ মানুষ।

উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা বাজারের শফি ডেকোরেটরের দোকানে বাণিজ্যিকভাবে বিভিন্ন ব্যাটারিতে চার্জ দেওয়া হচ্ছে। কাকডাঙ্গা বাজারের মকলেছুর রহমান বলেন, 'প্রতিটি ফোন চার্জ দিতে নিচ্ছে ৩০ টাকা। এই দুর্যোগের সময় ৩০ টাকা অনেক।'

একবার ফুল চার্জ ত্রিশ টাকা

জানা যায়, প্রতিদিন দুইশ' থেকে তিনশ' মোবাইল চার্জ দিতে নিয়ে আসছেন বিভিন্ন এলাকার লোকজন। প্রতিটা ফোন ও লাইটে নাম ও মোবাইল নম্বর লিখে রেখে চার্জে দেওয়া হচ্ছে।

কলারোয়ার বিভিন্ন বাজার ও পার্শ্ববর্তী এলাকার অনেকেই এখন ফোনের ব্যাটারি চার্জ দেওয়ার সাময়িক ব্যবসায় নেমেছেন। শামিম নামে এক ব্যাটারি চার্জারের দোকানদার বলেন, 'এতে দিন শেষে হাজার খানেক টাকা লাভ থাকছে।'

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) প্রকৌশলী মাসুম আহম্মেদ বলেন, 'ঘূর্ণিঝড় আম্পানে সাতক্ষীরা জেলায় ১৭৮২টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। তার ছিঁড়েছে বহু স্থানে। এই পরিস্থিতিতে প্রতিটি উপজেলায় লাইন সংস্কারের কাজ চলছে। সব ঠিক থাকলে রাতের মধ্যে লাইন দেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'কলারোয়া উপজেলার বিদুৎ লাইন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজ শেষ না হলে লাইন দিতে পারছি না। তবে খুব দ্রুত এসব এলাকায় বিদ্যুতের সংযোগ দেওয়ার জন্য আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছে।'

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
নির্বাচনে অনিয়ম হলে কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে: ইসি হাবিব
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সর্বশেষ খবর
পড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজপড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
‘অপতথ্য রোধে সরকার, গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে’
‘অপতথ্য রোধে সরকার, গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে’
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে