X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দ অর্থ লোপাটের অভিযোগ

লিয়াকত আলী বাদল, রংপুর
০২ জুন ২০২০, ২৩:৫৯আপডেট : ০৩ জুন ২০২০, ০১:৪৫

মসজিদের ঠিকানা অনুযায়ী খোঁজ নিয়ে সেখানে গোডাউন দেখা যায় রংপুরের মিঠাপুকুর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের নামে বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মসজিদের ইমাম মোয়াজ্জিন ও এলাকাবাসীর অভিযোগ, তালিকায় অস্তিত্বহীন মসজিদ, ভুয়া মোবাইল নম্বর এবং ভুয়া নাম দিয়ে অভিনব কায়দায় বরাদ্দ করা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনার পর জনরোষ থেকে বাঁচতে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে গা ঢাকা দিয়েছেন কর্মকর্তারা।

সরেজমিন গিয়ে দেখা গেছে,  মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসুমপুর ইউনিয়নের ফকিরপাড়ায় একটি ওয়াক্তিয়া জামে মসজিদ রয়েছে। সরকারের বরাদ্দকৃত টাকা উত্তোলনের তালিকায় এই মসজিদের নাম থাকলেও এখানকার ইমাম, মুয়াজ্জিন ও সভাপতি কিছুই জানেন না। একই অভিযোগ বিভিন্ন ইউনিয়নের শতাধিক মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের। অন্যদিকে তালিকায় একই ইউনিয়নে পূর্ব খিয়ারপাড়া নামাজঘর মসজিদের নাম থাকলেও এ নামে মসজিদের কোনও অস্তিত্ব নেই। আবার বেশ কয়েকটি মসজিদের ঠিকানা অনুযায়ী খোঁজ নিয়ে দেখা যায়, সেখানে গোডাউন, মুরগির খামার ও পুকুর রয়েছে। মসজিদ নেই।  এরকম অস্তিত্বহীন মসজিদের সংখ্যাও অগণিত। এছাড়া ভুয়া নাম ও মোবাইল নম্বর বসিয়ে টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা মিলেছে।

এ ব্যাপারে মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মসজিদের ইমাম মুয়াজ্জিনের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দ মসজিদপ্রতি পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছিল। অথচ উপজেলার অনেক মসজিদের ইমাম মুয়াজ্জিন এ টাকা পাননি বলে আমার কাছে লিখিত অভিযোগ করেছেন। শুধু তাই নয়, ভুয়া মসজিদের নাম করেও টাকা তোলার অভিযোগ পাওয়া গেছে। প্রতিদিনই উপজেলার বিভিন্ন মসজিদ কমিটির পক্ষ থেকে তার কাছে অসংখ্য লিখিত অভিযোগ আসছে।’ তিনি জানান এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।

তালিকা অনুযায়ী খোঁজ নিযে মসজিদের বদলে মুরগির খামার দেখা যায়  অনুসন্ধান করে দেখা গেছে, হামিদপুর তালতলা জামে মসজিদ, চান্দটারী উত্তরপাড়া জামে মসজিদ, চান্দটারী জামে মসজিদ, বালুয়া পশ্চিম পাড়া জামে মসজিদ, বালুয়া কেন্দ্রীয় মসজিদ, ভাটারপাড়া জামে মসজিদ ও হামিদপুর জামে মসজিদের ইমাম-মুয়াজ্জিনের নাম বরাদ্দের তালিকায় থাকলেও তাদের মোবাইল নম্বর না দিয়ে অন্য মোবাইল নম্বর দেওয়া হয়েছে। সেই ভুয়া মোবাইল নম্বর ব্যবহার করে প্রতিটি মসজিদের ইমাম-মুয়াজ্জিনের জন্য বরাদ্দ করা অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। এ ধরনের শত শত মসজিদের ক্ষেত্রে জালিয়াতির ঘটনা ঘটেছে। একই ভাবে কাফ্রিখাল ইউনিয়নের খোর্দ নারায়ণপুর জামে মসজিদ, খোর্দ নারায়ণপুর কুটিবাড়ি জামে মসজিদ, খোর্দ নারায়ণপুর মন্ডলপাড়া জামে মসজিদ এবং খোর্দ নারায়ণপুর বগুড়াপাড়া জামে মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা অভিযোগ করেছেন, তালিকায় তাদের মসজিদের নাম থাকলেও তারা প্রধানমন্ত্রীর দেওয়া টাকা পাননি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিনের অভিযোগ, মসজিদগুলোতে অর্থ বিতরণের দায়িত্বে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার কোরবান আলী। তিনি জালিয়াতির মাধ্যমে বিভিন্ন জায়গায় তার নামে থাকা গোডাউন, মুরগির খামার ও পরিত্যক্ত পুকুরের স্থানে মসজিদের নাম বসিয়ে টাকা উত্তোলন করেছেন। একই সঙ্গে কোরবান আলীর আত্মীয়-স্বজনদের মসজিদের ইমাম-মুয়াজ্জিন হিসেবে নাম দিয়ে টাকা তোলা হয়েছে। এভাবে শত শত মসজিদের নামে এবং ভুয়া মসজিদ দেখিয়ে টাকা উত্তোলন করে আত্মসাত করার অভিযোগ উঠেছে ইসলামিক ফাউন্ডেশনের মিঠাপুকুর উপজেলা কর্মকর্তাদের বিরুদ্ধে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রধানমন্ত্রীর দেওয়া মসজিদের ইমাম মুয়াজ্জিনের জন্য বরাদ্দ করা অর্থ নয়-ছয় করার অভিযোগ এসেছে। তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।

এ ব্যাপারে জানতে ইসলামিক ফাউন্ডেশন মিঠাপুকুর উপজেলা কার্যালয়ে গেলে অফিসটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও ফোন বন্ধ করে রাখায় তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পরে মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে ইসলামিক ফাউন্ডেশনের মিঠাপুকুর কার্যালয়ের সুপারভাইজার রেজাউল করিমের দেখা মেলে। তিনি অনিয়মের অভিযোগ স্বীকার করে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক হাজার একশ ছাব্বিশটি মসজিদ আছে। প্রতিটি মসজিদের ইমাম-মুয়াজ্জিনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ হাজার করে টাকা বরাদ্দ দিয়েছিলেন। কিন্তু বেশির ভাগ মসজিদের বরাদ্দ করা অর্থ লোপাটের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুয়া মৃত সনদ নিজেই তৈরি করতো মিল্টন: হারুন অর রশীদ
ভুয়া মৃত সনদ নিজেই তৈরি করতো মিল্টন: হারুন অর রশীদ
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতায় নিরুৎসাহের কারণ ব্যাখ্যা করলেন শেখ হাসিনা
মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতায় নিরুৎসাহের কারণ ব্যাখ্যা করলেন শেখ হাসিনা
জাল সনদে টেলিটকে চাকরি, পদন্নোতির সময় ধরা ৪ কর্মকর্তা
জাল সনদে টেলিটকে চাকরি, পদন্নোতির সময় ধরা ৪ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি