X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সরঞ্জামের ঘাটতিতে বুধবার করোনা পরীক্ষা হয়নি

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৮ জুন ২০২০, ১৮:৩৪আপডেট : ১৮ জুন ২০২০, ১৮:৩৪

সরঞ্জামের ঘাটতিতে বুধবার করোনা পরীক্ষা হয়নি

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের পিসিআর-ল্যাবে কীটসহ অন্যান্য সরঞ্জামের ঘাটতির কারণে বুধবার (১৭ জুন) কোনও করোনা পরীক্ষা হয়নি। মালামাল সরবরাহ হওয়ার পর বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে আবারও করোনা পরীক্ষা শুরু হয়েছে।

জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর কলেজের পিসিআর-ল্যাব চালু হয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সরেজমিনে এসে ল্যাবটি উদ্বোধন করেন। শুরু থেকে দুটি শিফট চালুর কথা থাকলেও বরাদ্দ ও জনবল স্বল্পতায় একটি শিফটই বর্তমানে চালু রয়েছে। ল্যাবে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীর খরচের বরাদ্দেও টানাপোড়েন রয়েছে। সিভিল সার্জন অফিস এবং জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে ল্যাবে প্রতিদিনই নমুনা পাঠানো হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সাত দিন বা তার চেয়ে বেশি সময় লাগছে রিপোর্ট পেতে।

উল্লাপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মোস্তফা জানান, আমিসহ বেশ কজন পুলিশ সদস্যের নমুনা উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে গত ৭ জুন ল্যাবে পাঠিয়েছিলাম। ১১দিন পর আমাদের রেজাল্ট দেওয়া হলো।

মেডিক্যাল কলেজটির সহযোগী অধ্যাপক ও সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ ডা. সৈয়দ মনোয়ার আলী বলেন, 'আমার ওয়ার্ডের চিকিৎসক ও নার্সসহ ২৮ জনের করোনা পরীক্ষার নমুনা দেওয়া হয়। নিজেরা চিকিৎসক হয়েও ১০-১২ দিন পর ফলাফল জানতে পেরেছি।'

সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, 'ডাবল শিফট চালুর জন্য আমরাও আপ্রাণ চেষ্টা করছি। স্বাস্থ্য অধিদফতর থেকে কীট সরবরাহ বাড়ালে ডাবল শিফট চালু করা যেতে পারে। তখন স্বল্প সময়ে ফলাফল পাওয়া যাবে।'

কলেজের অধ্যক্ষ ডা. নজরুল ইসলাম জানান, ডাবল শিফট চালুর জন্য কীট ও বরাদ্দ প্রাপ্তির জন্য স্বাস্থ্য অধিদফতরে এরই মধ্যে চাহিদা পাঠানো হয়েছে।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?