X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

রাজাপুর মডেল স্কুলের সম্পত্তি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধি
২৫ জুন ২০২০, ২০:২১আপডেট : ২৫ জুন ২০২০, ২০:২৪

সংবাদ সম্মেলন ঝালকাঠির রাজাপুরের প্রায় শত বছরের ঐতিহ্যবাহী রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্পত্তি রক্ষা ও অ্যাকাডেমিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে ১১ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা মিলনকেন্দ্রের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত ছিলেলন বিআরডিবির রাজাপুর শাখার চেয়ারম্যান আবুল হাসনাত আবদুল্লাহ।

বক্তব্যে বলা হয়, ‘ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ১৯২৭ সালে প্রতিষ্ঠিত রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সুদীর্ঘ প্রায় ৯৪ বছর যাবৎ গৌরব ও ঐতিহ্য নিয়ে এ অঞ্চলের শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এ বিদ্যালয়টি বিভিন্ন দানবীর দাতাদের দানের ৯ একর জমির ওপর প্রতিষ্ঠিত। কালের বিবর্তনে বিভিন্ন সময়ে অবৈধ লিজ প্রদান ও বেদখলের মাধ্যমে বিদ্যালয়ের জায়গা সংকুচিত হয়ে আসছে। যার ফলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সৌন্দর্য্য ব্যহত হচ্ছে।

শিক্ষার্থীদের দাবিগুলো ছিল-

১) বিদ্যালয়ের মূল ক্যাম্পাসের পিছনের উত্তর পার্শ্বের খাল পর্যন্ত জমিটি সীমানা প্রাচীর নির্মাণ করে একাডেমিক কার্যের উদ্দেশ্যে সংরক্ষণ করা।

২) মাঠের পশ্চিম পার্শ্বে বিদ্যালয়ের বোর্ডিং পুকুর সংলগ্ন ভোকেশনাল ক্যাম্পাস থেকে ক্রীড়া পরিষদের ভবন নির্মাণের অনুমতি বাতিল করে নির্মাণ সামগ্রী অনতিবিলম্বে অপসারণ করা।

৩) আফসার আলী আকন শিক্ষক-ছাত্র মিলনায়তন এর ভাড়া বাতিল করে পুনরায় মিলনায়তনটি চালু করা।

৪) বদ্ধভূমি সংলগ্ন বিদ্যালয়ের জমিতে বিদ্যমান লিজ ও অবৈধ হস্তান্তরকৃত স্থাপনা উচ্ছেদ করে সীমানা নির্ধারণ ও বিদ্যালয়ের নাম সম্বলিত সাইনবোর্ড স্থাপন করা।

৫) বিদ্যালয়ের ঐতিহ্যবাহী খেলার মাঠের সংকোচন রোধ ও খেলার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

৬) বিগত বছর থেকে বর্তমান সময় পর্যন্ত প্রদানকৃত সকল লীজ বাতিল করে উক্ত সম্পত্তি বিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট কাজে ব্যবহার করা।

৭) ঐতিহ্যবাহী বিদ্যালয়টিতে অধ্যয়নরত হাজারের বেশি শিক্ষার্থীর জন্য আবশ্যক প্যারেডগ্রাউন্ড নিশ্চিত ও দীর্ঘ দিনের আলোচিত গ্রন্থাগার স্থাপন করা।

এছাড়া আর বেশ কয়েকটি দাবি উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। সাবেক শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে কার্যকর ব্যবস্থা বাস্তবায়ন না করলে পরবর্তী সময়ে বৃহত্তর প্রতিবাদী কর্মসূচি গ্রহণ করা হবে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দুলাল তেওয়ারী, তৌহিদুল ইসলাম তুহিন, মাহমুদুল হাসান ও রাজীব ফরাজীসহ প্রমূখ।

এর আগে গত ১৫ জুন জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন করেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

 

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেড়েছে রাবার উৎপাদন, আয় এক কোটি ১৭ লাখ টাকা
হলদিয়া রাবার বাগানবেড়েছে রাবার উৎপাদন, আয় এক কোটি ১৭ লাখ টাকা
টিভিতে আজকের খেলা (১ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১ মে, ২০২৪)
মন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কি অবস্থান পাল্টাচ্ছে?
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কি অবস্থান পাল্টাচ্ছে?
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত