X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

১১ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত, বিরামপুরে ইসলামী ব্যাংকের শাখা লকডাউন

হিলি প্রতিনিধি
০৩ জুলাই ২০২০, ০১:১৮আপডেট : ০৩ জুলাই ২০২০, ০১:৩২

ইসলামী ব্যাংক, বিরামপুর (হিলি) শাখা



দিনাজপুরের বিরামপুরে ইসলামী ব্যাংকের ১১ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে ব্যাংকটিকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ব্যাংকের এত সংখ্যক কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ায় ব্যবসায়ীরাও আতঙ্কিত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদাসিনতায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে অভিযোগ কয়েকজন ব্যাংক কর্মকর্তার। ব্যাংকটিতে মোট ২৪ জন কর্মকর্তা এবং ২১ জন কর্মচারী রয়েছেন।



বৃহস্পতিবার বেলা ৩ টায় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার শাখাটিকে লকডাউন ঘোষণা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী উপস্থিত ছিলেন।

বিরামপুর ইসলামী ব্যাংক সূত্রে জানা যায়, গত ২৫ জুন তিন জন কর্মকর্তা ও দুই জন কর্মচারীর করোনাভাইরাস শনাক্ত হয়। গতকাল বুধবার আরও তিন জন কর্মকর্তা ও দুই জন কর্মচারীর করোনা পজিটিভ হন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা এবং কয়েকজন গ্রাহক জানান, গত ২৫ জুন ব্যাংকের ম্যানেজার অপারেশন মো. আশেকুর রহমানসহ তিন জন কর্মকর্তা ও দুইজন কর্মচারীর করোনা শনাক্ত হয়। নিয়ম অনুযায়ী করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়ার পর ফল না আসা পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তির হোম কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক। কিন্তু করোনায় আক্রান্ত এসব কর্মকর্তা নমুনা দেওয়ার পরও নিয়মিত অফিস করেছেন। ফলে ব্যাংকটিতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ব্যাংকে প্রথম করোনা শনাক্তের পর লকডাউনের দাবি জানানো হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, বিরামপুরে করোনা আক্রান্ত অনেকেই ইসলামী ব্যাংকের গ্রাহক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আগেই ব্যাংকটি লকডাউন করলে করোনা আক্রান্তের সংখ্যা এত হতো না।

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানিকৃত অনেক পণ্যের এলসি খোলা হয়ে থাকে ইসলামী ব্যাংকে। সেইসঙ্গে অনেক ব্যবসায়ীর দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য বিক্রির টাকাও আদান প্রদান হয়ে থাকে ব্যাংকের এই শাখাতে। যার কারণে হিলি স্থলবন্দরের বিপুল সংখ্যক ব্যবসায়ীর এই শাখাতে যাওয়া-আসা রয়েছে। একসঙ্গে ১১ জন ব্যাংক কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হওয়ায় সেসব ব্যাবসায়ীরাও এখন চিন্তিত।

ইসলামী ব্যাংক বিরামপুর শাখার ব্যবস্থাপক মো. মোশারফ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের করোনা আক্রান্তের বিষয়টি প্রথম থেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু ব্যাংক লকডাউনের বিষয়টি প্রশাসনের। পূর্বে প্রশাসন লকডাউন না করায় তাদের করার কিছুই ছিল না। আজ ইউএনও এসে ব্যাংকটিকে ১৪ দিনের জন্য লকডাউন করে গেছে।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বাংলা ট্রিবিউনকে জানান, নিরাপত্তার স্বার্থে আজ বৃহস্পতিবার থেকে আগামী ১৪ দিনের জন্য ব্যাংকটি লকডাউন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীকে করোনার নমুনা পরীক্ষা করতে বলা হয়েছে। নমুনা পরীক্ষার ফল আসার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বাংলা ট্রিবিউনকে জানান, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসলামী ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

/আরআইজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
যাত্রাবাড়ী থেকে ১১ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
যাত্রাবাড়ী থেকে ১১ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার বাবা-ছেলেসহ ৩ জন
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার বাবা-ছেলেসহ ৩ জন
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!