X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ড্রাইভার-হেলপারসহ ২০ ব্যক্তিকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ জুলাই ২০২০, ০১:০৯আপডেট : ০৪ জুলাই ২০২০, ০১:১২

ড্রাইভার-হেলপারসহ ২০ ব্যক্তিকে অর্থদণ্ড ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অবজ্ঞা করে পরিবহনে চলাচল করায় ড্রাইভার-হেলপারসহ ২০ ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ জুলাই) নগরীর জিইসি মোড় ও ওয়াসা মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক এই অভিযান পরিচালনা করেন।

উমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযানকালে কয়েকটি বাসে দেখা যায় সুরক্ষা সামগ্রী হ্যান্ড স্যানিটাইজার নেই, ড্রাইভার-হেলপারসহ যাত্রীদের মাস্ক পরিহিত দেখা যায়নি। কিছু ক্ষেত্রে দেখা যায়, দুই সিটের জায়গার একজন থাকার কথা থাকলেও দুই থেকে তিন জনও বসে আছেন। বাসে যে হ্যান্ড স্যানিটাইজারগুলো আছে সেগুলোও জীবাণুনাশক নয়।

তিনি আরও বলেন, কয়েকটি বাসে শুধু পানি দিয়ে স্যানিটাইজ করা হয়েছে যা যাত্রীদের সঙ্গে প্রতারণার শামিল। যাত্রীদের জিজ্ঞেস করলে বলেন, ‘স্বাস্থ্যবিধি পালনের কথা বললে অনেক ক্ষেত্রে ড্রাইভার ও হেলপার মিলে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং ম্যাজিস্ট্রেট দেখলে তারা ভালো মানুষ সেজে যান।’

স্বাস্থ্যবিধি পালনে এমন অসতর্ক থাকায় তথা স্যানিটাইজার না রাখা, নকল হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, পানি দিয়ে স্যানিটাইজড করা ও অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে ১০ ড্রাইভারকে ৩০০ টাকা করে মোট ৩০০০ টাকা অর্থদণ্ড করা হয়।

অন্যদিকে ব্যক্তিগত গাড়ি ও সিএনজিতে অধিক যাত্রী থাকায় চালক ও যাত্রীসহ ১০ জনকে ১০০ টাকা করে মোট ১০০০ টাকা জরিমানা হয়। পরবর্তীতে জিইসি মোড়ে প্রায় ১০ জন সিএনজি ড্রাইভারকে একত্র করে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং অন্যদের উৎসাহিত করতে পরামর্শ দেওয়া হয়।

 

/আরআইজে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ