X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

গাজীপুরে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ

গাজীপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০২০, ২৩:৫৯আপডেট : ২৮ জুলাই ২০২০, ০০:১৪

পোশাক শ্রমিকদের বিক্ষোভ (ফাইল ছবি) গাজীপুরে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন।  সোমবার (২৭ জুলাই) বিকালে ঈদ বোনাস ও বেতন পরিশোধ এবং ঈদের ছুটি বাড়ানোর দাবিতে তারা এ বিক্ষোভ করেন।  এ সময় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধঘণ্টা অবরোধ করে রাখেন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ইসলাম হোসেন ও স্থানীয়রা জানান, শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকার হংকং সাংহাই মাঞ্জেলা পোশাক কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরে কর্তৃপক্ষের কাছে ঈদ বোনাস ও জুলাই মাসের ১৫ দিনের বেতন পরিশোধের দাবি করছিল। এছাড়া ঈদের ছুটি বাড়িয়ে তিন দিনের পরিবর্তে ১০ দিন করার দাবি জানিয়ে আসছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ এতে গড়িমসি করতে থাকে। এ নিয়ে শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে দাবি মেনে নেওয়ার জন্য শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। কর্তৃপক্ষের সাড়া না পেয়ে আন্দোলনরত শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করতে থাকেন। এতে মহাসড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেয়। এতে প্রায় আধ ঘণ্টা পর মহাসড়কের অবরোধ তুলে নিয়ে শ্রমিকরা কারখানা ক্যাম্পাসে অবস্থান নেন। পরে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে তাদের ঈদের ছুটি বাড়িয়ে পাঁচ দিন এবং বেতন-বোনাস পরিশোধের ঘোষণা দেয় কারখানা কর্তৃপক্ষ। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে, শিল্প পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান জানান, শ্রীপুরের মুলাইদ এলাকার হাসিন সুয়েটার পোশাক কারখানার শ্রমিকরা একই দাবিতে বিকাল ৪টার দিকে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হন। পরে পুলিশের মধ্যস্থতায় শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা অনুষ্ঠিত হয়। কারখানা কর্তৃপক্ষ আলোচনা শেষে শ্রমিকদের ঈদের ছুটি বাড়িয়ে সাত দিন এবং তাদের বেতন-বোনাস পরিশোধের ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

অপরদিকে, একই দাবিতে গাজীপুর মহানগরের মুদাফা এলাকার মজুমদার পোশাক কারখানার শ্রমিকরা বিকালে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। গত কয়েকদিন ধরে তারা ঈদ বোনাস ও বেতন পরিশোধ এবং ঈদের ছুটি বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। কর্তৃপক্ষ দাবি মেনে না নেওয়ায় শ্রমিকরা আন্দোলন শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা কারখানা এলাকায় অবস্থান করে বিক্ষোভ করছিল বলে জানিয়েছেন শিল্প পুলিশের ইন্সপেক্টর ইসলাম হোসেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!