X
রবিবার, ১২ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নীলফামারীর নিম্নাঞ্চল

নীলফামারী প্রতিনিধি
৩০ জুলাই ২০২০, ১৩:৪৮আপডেট : ৩০ জুলাই ২০২০, ১৩:৪৮

রাস্তাঘাট ও বাড়িঘরের আঙিনা ডুবে গেছে নীলফামারীতে বুধবার (২৯ জুলাই) থেকে শুরু হয়েছে অবিরাম ভারি বর্ষণ। এতে ডুবে গেছে শহর ও গ্রামের রাস্তাঘাট ও বসতবাড়ির আঙিনা। তলিয়ে গেছে নিম্নাঞ্চল ও ফসলি জমির মাঠ।  তিস্তা ব্যারাজের গেজ রিডার নুরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় নীলফামারীর ডিমলা ডালিয়া পয়েন্টে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০৫ মিলিমিটার।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, তিস্তাসহ জেলার চারালকাটা, যমুনেশ্বরী, চিকলি, কুমলাই, দেওনাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৬-৯টার দিকে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ওই পয়েন্টে গতকাল সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছিল।

জেলা শহরের নিউবাবুপাড়া, মাছুয়াপাড়া, বারাইপাড়া, মিলন পল্লী, বাবুপাড়া, সবুজ পাড়া, শাহীপাড়াসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। জেলা সদরের রামনগর ইউনিয়নের বাহালী পাড়া (ডাঙ্গাপাড়া) গ্রামের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা কমলাকান্ত রায় মোবাইল ফোনে জানান, এলাকার শতাধিক বাড়িতে হাঁটুপানি জমে গেছে।  চুলা জ্বালিয়ে রান্না করে খাওয়ার উপায় নেই। এলাকাটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টি হলে তলিয়ে যায়।

জেলা শহরের নিউবাবুপাড়ার মুরগিহাটি মহল্লার বাসিন্দা রুবেল ইসলাম জানান, বুধবার থেকে অবিরাম বৃষ্টির কারণে রাস্তা ডুবে যায়। ৩নং ওয়ার্ড মুরগি হাটি মহল্লায় পানি নিষ্কাশনের কোনও ব্যবস্থা না থাকায় অল্পবৃষ্টিতে বাড়ির উঠানে পানি জমে যায়। বিদ্যালয়গামী শিশুসহ বয়স্করা বেশি সমস্যায় পড়েছেন। পৌর কর্তৃপক্ষকে বারবার জানিয়ে এ সমস্যার সমাধান হয়নি। করোনা আর বন্যা শ্রমজীবী মানুষকে নাজেহাল করে তুলছে।

বাবুপাড়ার গৃহিনী আঞ্জুয়ারা বলেন, ‘ভোর থেকে মুষলধারে বৃষ্টির কারণে বাসার পাশের ড্রেনগুলো উপচে রাস্তাঘাট ও বাড়িঘরের আঙিনা ডুবে গেছে। শহরের বিভিন্ন রাস্তাঘাটে থেমে গেছে যান চলাচল। পথচারীরা হাঁটু থেকে কোমরপানি পেরিয়ে চলাচল করছেন।’

সৈয়দপুর আবহাওয়া কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় ২৪ ঘণ্টায় ১৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আছে উৎপাদন নিয়ে শঙ্কা, আকারে আশাবাদী চাষিরা
রাজশাহীর আমআছে উৎপাদন নিয়ে শঙ্কা, আকারে আশাবাদী চাষিরা
টিভিতে আজকের খেলা (১২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১২ মে, ২০২৪)
লক্ষ্মীপুরে পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
লক্ষ্মীপুরে পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব: শেষ আসরে গাইলেন মন্ত্রীও!
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব: শেষ আসরে গাইলেন মন্ত্রীও!
সর্বাধিক পঠিত
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
ইএফডিতে নজর দিয়ে হিরো হতে পারেন এনবিআরের চেয়ারম্যান
ইএফডিতে নজর দিয়ে হিরো হতে পারেন এনবিআরের চেয়ারম্যান
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?