X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বিব্রতবোধ করি: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
০৯ আগস্ট ২০২০, ১৮:২৭আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১৯:১৮

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মাহবুব-উল আলম হানিফ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের নিহত হওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘আমরা যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সবাই বিব্রতবোধ করি। এটা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনা। সবার কাছেই কষ্ট লাগার মতো ঘটনা।’

রবিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরালের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ এ ঘটনার বিচার নিশ্চিত করা হবে জানিয়ে বলেন, ‘এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হচ্ছে। এর সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা সুনিশ্চিত করা হবে।’

সম্প্রতি ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের কোনও কর্মকর্তা বা মন্ত্রীর কথার ব্যাখ্যা সংশ্লিষ্ট সেই ব্যক্তিই দেবেন। রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমরা বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ব্যাপারে সুস্পষ্টভাবে বলতে পারি, আমাদের সংগঠনের নেতা জাতির পিতা এই দেশ স্বাধীন করেছিলেন। তিনি আমাদের সুনির্দিষ্ট পররাষ্ট্রনীতি নির্ধারণ করে দিয়ে গেছেন, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কারও সঙ্গে শত্রুতা নয়। আমরা মনে করি, প্রতিবেশী রাষ্ট্রসহ সব দেশের সঙ্গেই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে।’ 

এ সময় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জজ, কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন, জেলা পুলিশ সুপার এসএম তানভির আরাফাত ও জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলামসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী