X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

পিআইও নুরুন্নবীর বিরুদ্ধে এবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের তদন্ত

গাইবান্ধা প্রতিনিধি
১০ আগস্ট ২০২০, ২০:৪০আপডেট : ১০ আগস্ট ২০২০, ২১:০২

 সুন্দরগঞ্জের সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকার অনিয়ম-দুর্নীতিসহ নানা কর্মকাণ্ডে বিতর্কিত ও আলোচিত গাইবান্ধার সুন্দরগঞ্জের সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের বিরুদ্ধে এবার তদন্ত শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর। সোমবার (১০ আগস্ট) বিকালে তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা অধিদফতরের পরিচালক (মূল্যায়ন ও পরীবিক্ষণ) মো. আনিছুর রহমান।

এরআগে, রবিবার (৯ আগষ্ট) দুপুরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে স্বশরীরে তদন্ত কার্যক্রম শুরু করেন আনিছুর রহমান। তদন্তের সময় অভিযুক্ত পিআইও নুরুন্নবী সরকার ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইদ্রিস আলী উপস্থিত ছিলেন। এছাড়া তদন্তকালে সুন্দরগঞ্জ উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুর রাজ্জাকও উপস্থিত ছিলেন।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক মো. আনিছুর রহমান বলেন, 'ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালকের নির্দেশে পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধে বছরের ৩৬৫ দিন প্রকল্প এলাকা পরিদর্শনের নামে ভ্রমণ ভাতা উত্তোলনের বিষয়ে সরেজমিনে তদন্তে আসেন তিনি। দীর্ঘসময় তদন্তকালে সব প্রকার বিল-ভাউচার ও নথিপত্র যাচাই করাসহ অভিযুক্ত পিআইও নুরুন্নবী এবং হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে লিখিত বক্তব্য জমা নেওয়া হয়।

এছাড়া অস্বাভাবিক ও ভুয়া ভ্রমণ বিল অনুমোদনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইদ্রিস আলীর বক্তব্য লিপিবদ্ধ করা হয়। তদন্তের তথ্য-প্রমাণসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে দ্রুতই এ সংক্রান্ত প্রতিবেদন মহাপরিচালক বরাবরে দাখিল করা হবে।'

এরআগে, গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধে বছরের ৩৬৫ দিন ভ্রমণ বিল উত্তোলনসহ নানা অনিয়ম ও দুর্নীতি কর্মকাণ্ডের একাধিক সচিত্র প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ নিয়ে জেলা প্রশাসকের নির্দেশে দুই দফা তদন্ত করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব (এডিসি) আলমগীর কবির সৈকত। তদন্তে নুরুন্নবী সরকারের বিরুদ্ধে বছরের ৩৬৫ দিন ভ্রমণ বিল উত্তোলনসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রমাণ পায় তদন্ত কমিটি। পরে অভিযুক্ত পিআইও নুরুন্নবীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ তাকে বরখাস্তের সুপারিশ করে সংশ্লিষ্ট অধিদফতরের প্রতিবেদন পাঠায় জেলা প্রশাসক আব্দুল মতিন।

বর্তমানে অভিযুক্ত পিআইও নুরুন্নবী সরকার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কর্মরত। ২০১৫ সালে সুন্দরগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে নানা অনিয়ম-দুর্নীতি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন নুরুন্নবী সরকার। একাধিক হামলার শিকারসহ অনিয়ম-দুর্নীতির ঘটনায় তার বিরুদ্ধে দুদকসহ পাঁচটি মামলা দায়ের হয়।

এদিকে, গণমাধ্যমে একের পর এক অনিয়ম-দুর্নীতির সচিত্র তথ্য-প্রমাণ প্রকাশের পর নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন নুরুন্নবী সরকার। এমনকি উচ্চ আদালতেরও শরনাপন্ন হয়েও ব্যর্থ হন তিনি। এক পর্যায়ে গত বছরের ১৬ সেপ্টেম্বর ১২ গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে রংপুরের আদালতে পৃথক দুটি মানহানির মামলা করেন তিনি। যদিও আদালত মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। কিন্তু প্রায় এক বছরেও সেই প্রতিবেদন আদালতে দাখিল করেনি পিবিআই।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
রাফাহ শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বললো ইসরায়েল
সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি?রাফাহ শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বললো ইসরায়েল
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?