X
শনিবার, ২৮ জুন ২০২৫
১৪ আষাঢ় ১৪৩২

মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত, ভ্যানচালক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১২ আগস্ট ২০২০, ০৩:১২আপডেট : ১২ আগস্ট ২০২০, ০৩:১৫

 

মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত, ভ্যানচালক গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত ও তার বন্ধু আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ব্যাটারিচালিত অটোরিকশা ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ভ্যানচালককে গ্রেফতার করেছে।
নিহতের নাম রেজাউল করিম রেজা (২৩)। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিক্রিবিল এলাকার সলিম উদ্দিনের ছেলে। রেজা গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বিএসসি শেষবর্ষের ছাত্র ছিলেন। তিনি লেখাপড়ার পাশাপাশি স্থানীয় রেটিনা হেলথ কেয়ারের মার্কেটিং বিভাগে চাকরি করতেন।
রেটিনা হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ফারুক পাটোয়ারী ও স্থানীয়রা জানান, শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে বন্ধু তরিকুলের (২২) সঙ্গে মোটরসাইকেলে চড়ে কালিয়াকৈরে যাচ্ছিলেন রেজাউল করিম রেজা। পথে মাওনা-ফুলবাড়ীয়া বারতোপা মোড়ে পৌঁছলে হঠাৎ শাখা সড়ক থেকে ওই সড়কে বেপরোয়া গতিতে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনের সিটে বসা রেজা ছিটকে গিয়ে পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লেগে এবং চালক তরিকুল সড়কে পড়ে আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রেজা মারা যায়। গুরুতর আহত তরিকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ভ্যানচালককে আটক করে।

শ্রীপুরের মাওনা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, খবর পেয়ে রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করেছে। এসময় ভ্যানচালক আব্দুল মান্নানকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ভ্যান চালককে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতের বাড়ি শ্রীপুরের মাওনা সিংদিঘী এলাকায়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘কাঁটা লাগা’ পরিচয়েই থাকতে চেয়েছিলেন শেফালি
‘কাঁটা লাগা’ পরিচয়েই থাকতে চেয়েছিলেন শেফালি
এনবিআর কর্মকর্তাদের ‘কমপ্লিট শাটডাউন’: আমদানি-রফতানি কার্যক্রম পুরোপুরি বন্ধ
এনবিআর কর্মকর্তাদের ‘কমপ্লিট শাটডাউন’: আমদানি-রফতানি কার্যক্রম পুরোপুরি বন্ধ
সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল
সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল
‘মানুষপন্থী’ শিরোনামে যুদ্ধবিরোধী গান
‘মানুষপন্থী’ শিরোনামে যুদ্ধবিরোধী গান
সর্বাধিক পঠিত
ভাঙা হলো বিজয় সরণির ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’, হবে জুলাই স্মরণে ‘গণমিনার’
ভাঙা হলো বিজয় সরণির ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’, হবে জুলাই স্মরণে ‘গণমিনার’
বিরোধীদের নিষিদ্ধ করা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ নয়: দ্য ইকোনমিস্ট
বিরোধীদের নিষিদ্ধ করা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ নয়: দ্য ইকোনমিস্ট
খিলক্ষেতে মণ্ডপ উচ্ছেদ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য
খিলক্ষেতে মণ্ডপ উচ্ছেদ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য
যমুনা সেতু থেকে সরিয়ে ফেলা হচ্ছে রেলপথ
যমুনা সেতু থেকে সরিয়ে ফেলা হচ্ছে রেলপথ
বিমানে যুক্ত হচ্ছে আরও দুটি এয়ারক্র্যাফট, যাচ্ছেও ২টি
বিমানে যুক্ত হচ্ছে আরও দুটি এয়ারক্র্যাফট, যাচ্ছেও ২টি