X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত, ভ্যানচালক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১২ আগস্ট ২০২০, ০৩:১২আপডেট : ১২ আগস্ট ২০২০, ০৩:১৫

 

মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত, ভ্যানচালক গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত ও তার বন্ধু আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ব্যাটারিচালিত অটোরিকশা ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ভ্যানচালককে গ্রেফতার করেছে।
নিহতের নাম রেজাউল করিম রেজা (২৩)। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিক্রিবিল এলাকার সলিম উদ্দিনের ছেলে। রেজা গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বিএসসি শেষবর্ষের ছাত্র ছিলেন। তিনি লেখাপড়ার পাশাপাশি স্থানীয় রেটিনা হেলথ কেয়ারের মার্কেটিং বিভাগে চাকরি করতেন।
রেটিনা হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ফারুক পাটোয়ারী ও স্থানীয়রা জানান, শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে বন্ধু তরিকুলের (২২) সঙ্গে মোটরসাইকেলে চড়ে কালিয়াকৈরে যাচ্ছিলেন রেজাউল করিম রেজা। পথে মাওনা-ফুলবাড়ীয়া বারতোপা মোড়ে পৌঁছলে হঠাৎ শাখা সড়ক থেকে ওই সড়কে বেপরোয়া গতিতে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনের সিটে বসা রেজা ছিটকে গিয়ে পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লেগে এবং চালক তরিকুল সড়কে পড়ে আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রেজা মারা যায়। গুরুতর আহত তরিকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ভ্যানচালককে আটক করে।

শ্রীপুরের মাওনা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, খবর পেয়ে রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করেছে। এসময় ভ্যানচালক আব্দুল মান্নানকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ভ্যান চালককে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতের বাড়ি শ্রীপুরের মাওনা সিংদিঘী এলাকায়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ