X
শনিবার, ২৮ জুন ২০২৫
১৪ আষাঢ় ১৪৩২

এনবিআর কর্মকর্তাদের ‘কমপ্লিট শাটডাউন’: আমদানি-রফতানি কার্যক্রম পুরোপুরি বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৫, ১৩:২৬আপডেট : ২৮ জুন ২০২৫, ১৩:২৬

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের আহ্বানে শনিবার (২৮ জুন) থেকে দেশব্যাপী শুরু হয়েছে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। এর ফলে রাজধানীসহ সারা দেশে কাস্টমস, ভ্যাট ও আয়কর অফিসে সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বন্ধ রয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। কেবলমাত্র আন্তর্জাতিক যাত্রীসেবা চালু রাখা হয়েছে।

শনিবার সকালে কর্মসূচির অংশ হিসেবে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনে জড়ো হতে শুরু করেন এনবিআর কর্মকর্তা ও কর্মচারী। সকাল ১১টা পর্যন্ত রাজস্ব ভবনের সামনের সড়কে ছিল কর্মকর্তাদের উল্লেখযোগ্য উপস্থিতি। নিরাপত্তা নিশ্চিতে সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য এবং সাঁজোয়া যানও রাখা হয়েছে।

কর্মসূচির প্রভাব চট্টগ্রাম কাস্টম হাউসে প্রকট

দেশের প্রধান কাস্টমস স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসেও শাটডাউনের প্রভাব পড়েছে ব্যাপকভাবে। সেখানে আমদানি-রফতানি পণ্যের শুল্কায়ন পুরোপুরি বন্ধ রয়েছে। কর্মকর্তারা উপস্থিত থাকলেও কেউ কার্যক্রমে অংশ নিচ্ছেন না।

নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম কাস্টমস হাউসের এক কর্মকর্তা বলেন, কর্মবিরতির সময় কিছু কাজ চললেও আজ থেকে কমপ্লিট শাটডাউন হওয়ায় সব কার্যক্রম বন্ধ। কর্মকর্তারা কেউই কাজে অংশ নিচ্ছেন না।

চট্টগ্রাম কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টম অ্যাফেয়ার্স সেক্রেটারি রেজাউল করিম স্বপন বলেন, ‘আমরা আগেই সিঅ্যান্ডএফ এজেন্টদের বিষয়টি জানিয়েছিলাম। ফলে তারাও কাস্টম হাউসে আসেননি। কার্যত আমদানি-রফতানি কার্যক্রম সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।’

ঢাকা কাস্টম হাউসেও একই চিত্র

ঢাকা কাস্টম হাউসের এক কর্মকর্তা জানান, এখানেও আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া সব ধরনের কাজ বন্ধ রয়েছে। আন্দোলনকারী কর্মকর্তারাও জানিয়েছেন, আন্তর্জাতিক যাত্রীসেবা সচল থাকবে, তবে অন্যান্য কার্যক্রমে কেউ অংশ নেবেন না।

আন্দোলনের কারণ ও প্রেক্ষাপট

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। পরিষদের সহ-সভাপতি মির্জা আশিক রানা বলেন, ‘এটি পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি। রাজস্ব প্রশাসনে কাঙ্ক্ষিত সংস্কার ও ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

এদিকে, আন্দোলনের কারণে রাজস্ব আদায়ে বড় ধরনের ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এতে আমদানি-রফতানি কার্যক্রমে জট সৃষ্টি হওয়ার পাশাপাশি সরকারি রাজস্ব ঘাটতিও প্রকট হতে পারে।

/জিএম/আরকে/
সম্পর্কিত
এনবিআরের কমপ্লিট শাটডাউন, চট্টগ্রাম বন্দরে আমদানি-রফতানি বন্ধ
আন্দোলনকারীদের লাগাতার কর্মসূচি ঘোষণা
এনবিআরের অচলাবস্থা নিরসনে জরুরি হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা
সর্বশেষ খবর
যুক্তরাজ্যে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূতদের সংখ্যা
যুক্তরাজ্যে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূতদের সংখ্যা
গ্রেনাডা টেস্টে খেলতে পারেন স্মিথ
গ্রেনাডা টেস্টে খেলতে পারেন স্মিথ
‘শিক্ষা মানুষকে সমাজ-রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে’
‘শিক্ষা মানুষকে সমাজ-রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে’
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তি করায় যুবক আটক
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তি করায় যুবক আটক
সর্বাধিক পঠিত
ভাঙা হলো বিজয় সরণির ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’, হবে জুলাই স্মরণে ‘গণমিনার’
ভাঙা হলো বিজয় সরণির ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’, হবে জুলাই স্মরণে ‘গণমিনার’
বিমানে যুক্ত হচ্ছে আরও দুটি এয়ারক্র্যাফট, যাচ্ছেও ২টি
বিমানে যুক্ত হচ্ছে আরও দুটি এয়ারক্র্যাফট, যাচ্ছেও ২টি
খিলক্ষেতে মণ্ডপ উচ্ছেদ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য
খিলক্ষেতে মণ্ডপ উচ্ছেদ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য
আগস্টে ঢাকার ৩ এলাকায় চালু হবে ই-রিকশা
আগস্টে ঢাকার ৩ এলাকায় চালু হবে ই-রিকশা
নানান অভিযোগ তুলে উমামা ফাতেমা বললেন, ‘আমি আর এই প্ল্যাটফর্মে নেই’
নানান অভিযোগ তুলে উমামা ফাতেমা বললেন, ‘আমি আর এই প্ল্যাটফর্মে নেই’