X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

জেলা পরিষদ সদস্যের জেলের নির্দেশের পর আইনজীবীকে মারধর

আব্দুর রউফ পাভেল, নওগাঁ
২৬ আগস্ট ২০২০, ১৮:৪৫আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১৮:৪৫

নওগাঁ

নওগাঁয় আদালতের নথি জালিয়াতির অভিযোগে করা মামলায় জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৬ আগস্ট) দুপুরে নওগাঁ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক সোহেল রানা এই নির্দেশ দেন। এই মামলার শুনানি শেষে এজলাস কক্ষ থেকে বের হওয়ার সময় জহুরুলের লোকজন শাহিনূর রহমান নামে এক আইনজীবীকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বিচারকের নির্দেশে ঘটনাস্থল থেকে জেলা পরিষদ সদস্য জহুরুলের ছেলে জোবায়ের হোসেনকে (২৩) আটক করেছে পুলিশ।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৯ জানুয়ারি ভয়ভীতি দেখানোর অভিযোগে আইনজীবী শাহানূর ইসলাম, তার চাচা খাজাম উদ্দীন ও রিপন হোসেনের বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা করেন জহুরুল। মামলার শুনানি নিয়ে ওই বছরের ৪ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। পরে বদলগাছী থানার এএসআই মাহাবুর রহমান বাদী জহুরুলের সঙ্গে যোগসাজশে আদালতের ইস্যু করা সমনে আসামি খাজাম উদ্দীনের স্বাক্ষর জাল করেন। জাল স্বাক্ষরে আইনজীবী শাহানূরকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে সমন জারি হয়েছে বলে আদালতের কাছে নথি দাখিল করেন। ওই নথির পরিপ্রেক্ষিতে আদালত শাহানূর ও মামলার অন্য আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পরবর্তী সময়ে আইনজীবী শাহানূর আদালতে অভিযোগ দাখিল করেন। তাতে তিনি বলেন, মামলার এজাহারে বর্ণিত ঘটনার সময় তিনি প্রশিক্ষণে অংশ নিতে ইতালিতে ছিলেন। বদলগাছী থানার এএসআই মাহাবুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা ও মামলার বাদী জহুরুল ইসলাম পরস্পর যোগসাজশে মামলার বিবাদীদের হয়রানি করতে আদালতের নথি জালিয়াতি করেন। যে কারণে আদালত বিবাদীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অভিযোগটি আমলে নেন আদালত। পরবতীর্তে আদালতের নির্দেশে বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা রয়েছে বলে ২০১৮ সালের ৬ মে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন নওগাঁ পুলিশের মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবু সালেহ মো. আশরাফুল আলম।

ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে ১৫ জুলাই নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল ইসলাম স্বপ্রণোদিত হয়ে আদালতের নথি জালিয়াতির অভিযোগে বদলগাছী থানার এসআই জুবায়ের হোসেন, এএসআই মাহাবুর রহমান ও নওগাঁ জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলামের বিরুদ্ধে মামলা রুজু করেন। পরে আদালতের নির্দেশে বিষয়টি তদন্ত করেন পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার এবং বিজয় কৃষ্ণ কর। তিনি গত বছরের ২৪ ডিসেম্বর আদালতে মাহাবুবুর ও জহুরুলকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই দিনই আদালত অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেন। সমন পেয়ে আদালতে হাজির হলে শুনানি শেষে গত ৯ ফেব্রুয়ারি এএসআই মাহবুবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং জহুরুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এএসআই মাহবুবুর রহমান বর্তমানে জামিনে রয়েছেন।

ওই মামলায় বুধবার (২৬ আগস্ট) আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন জহুরুল ইসলাম। শুনানি শেষে আদালতের বিচারক সোহেল রানা জহুরুলের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর আদালতের নথি জালিয়াতির ঘটনার অভিযোগকারী আইনজীবী শাহানূর রহমানের ওপর আদালত চত্বরে হামলার ঘটনা ঘটে।

শাহিনূর রহমান বলেন, 'আজ এই মামলার শুনানি শেষে এজলাস কক্ষ থেকে বের হওয়ার সময় জহুরুলের ছেলে জোবায়ের হোসেনের নেতৃত্বে অজ্ঞাত ছয়-সাত জন আমাকে মারধর করে। এজলাস কক্ষের বারান্দায় হৈ চৈ শুনে বিচারক এজলাস থেকে নেমে এসে ঘটনা শোনার পর হামলাকারী জোবায়ের হোসেনকে আটকের নির্দেশ দেন।'

নওগাঁ আদলত (জিআরপি) পুলিশের পরিদর্শক ফিরোজ হোসেন বলেন, আটক জোবায়ের হোসেন বর্তমানে আদালত কারাগারে রয়েছেন। আদালত চত্বরে মারামারি ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন