X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নেত্রকোনার পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২০, ২০:২৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২০:২৫

নেত্রকোনা নেত্রকোনার দুর্গাপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপর ২টায় উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কালা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনূর ই আলম।

নিহতের নাম সুজন মিয়া (৩৯)। তিনি উপজেলার উত্তর সংকরপুর গ্রামের মরহুম রহমাত আলীর ছেলে।

ওসি বলেন, ‘শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে এ দুর্ঘটনায় আরও তিন জন আরোহী আহত হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

অপরদিকে, দুর্গাপুর উপজেলার কেরনখলা গ্রামে বজ্রাঘাতে শফিকুল ইসলাম (২৬) নামে অপর এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের আকবর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম সকালে ফসলের মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে ঘটনাস্থলেই নিহত হন। পরে দীর্ঘ সময় বাড়ি না ফেরায় তার বাবা আকবর আলী ধানখেতে গিয়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার আর্তচিৎকারে স্থানীয়রা এসে শফিকুলকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম