X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ব্যাংকের ২২ কর্মকর্তার করোনা, গ্রাহকরা আতঙ্কে

খুলনা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৩

বেসিক ব্যাংকের খুলনা শাখা বেসিক ব্যাংকের খুলনা ব্রাঞ্চের ২২ কর্মকর্তা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। ঢাকায় চিকিৎসাধীন আছেন ডিজিএম মাসুদুল আলম। এ অবস্থায় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ও অ্যাডভান্স ডিপার্টমেন্টের কাজ আংশিক বন্ধ রয়েছে।

বেসিক ব্যাংকের খুলনা ব্রাঞ্চের ভারপ্রাপ্ত ইনচার্জ ও এজিএম আব্দুল্লাহ হান্নান হাওলাদার জানান, তাদের ২২ জন কর্মকর্তা ও কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে কয়েকজন সুস্থ হলেও এখন পর্যন্ত ১৭ জন অসুস্থ রয়েছেন। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা যতটুকু সম্ভব তা মেনে চলার ও গ্রাহকদের নিরাপত্তা রক্ষার চেষ্টা করছি।

কয়েকজন গ্রাহক নাম প্রকাশ না করার শর্তে জানান, করোনা আক্রান্ত সবাই ব্যাংকে কাজ করেছেন এবং পরস্পরের সংস্পর্শে অসুস্থ হয়েছেন। তাদের মাধ্যমে গ্রাহকরা আক্রান্ত হয়েছেন কিনা অথবা কতজন আক্রান্ত হয়েছেন সেটির হিসাব নেই। কিন্তু ব্যাংকটিতে এত কর্মকর্তা আক্রান্ত হওয়ার পরও সামাজিক দূরত্ব নিশ্চিত করা বা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তেমন কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তারা বলেছেন, ডেস্কে লোক না দেখে পাশের জনকে জিজ্ঞাসা করে জেনেছেন যে তারা অসুস্থ। কিন্তু করোনা আক্রান্ত তা জানানো হয়নি। 

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, এখন আসলে ব্রাঞ্চ বন্ধ রাখার আইনি কোনও ব্যবস্থা নেই। কিন্তু যারা আক্রান্ত হয়েছেন তাদের আইসোলেশনে নিতে হবে। তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদেরও পরীক্ষা করতে হবে। পাশাপাশি ব্রাঞ্চের ভেতরে সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, শুধু বেসিক ব্যাংক খুলনা ব্রাঞ্চ নয়, মহানগরীর কোনও ব্যাংকেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত হচ্ছে না। এ জন্য জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে অভিযান পরিচালনা করা হবে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা