X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জে অপহৃত স্কুলছাত্র হানাজালাকে ঢাকা থেকে উদ্ধার

বগুড়া প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫১

অপহরণের শিকার স্কুলছাত্র হানজালাকে উদ্ধার করে তার বাবা ও চাচার হাতে তুলে দেন শিবগঞ্জ থানা পুলিশের কর্মকর্তা।

বগুড়ার শিবগঞ্জ থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত ৮ম শ্রেণির স্কুলছাত্র হানজালাকে (১৪) ঢাকার কদমতলী থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণের দু’দিন পর রবিবার শিবগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে। অপহরণকারীরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এজাহার সূত্র থেকে জানা গেছে, কিশোর হানজালা বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক সোনারপাড়া গ্রামের মো. হানিফের ছেলে। সে স্থানীয় কিচক মমতাজুর রহমান উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। হানজালা গত ১৮ সেপ্টেম্বর বেলা ১০টার দিকে বাড়ি থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। বাড়িতে না ফেরায় তার বাবা শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। পরে অপহরণকারীরা বিভিন্ন বিকাশ নম্বর থেকে তার বাবার কাছে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করে আসছিল।

এ ঘটনায় হানজালার বাবা মো. হানিফ শিবগঞ্জ থানায় যোগাযোগ করলে থানা থেকে প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করা হয়। এরপর রবিবার সকালে ঢাকার কদমতলী এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা কৌশলে পালিয়ে গেলে স্কুলছাত্র হানজালাকে উদ্ধার করা হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, একটি অপহরণকারী চক্র মুক্তিপণ আদায়ে স্কুলছাত্র হানজালাকে অপহরণ করে ঢাকায় নিয়ে যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি অপহরণ মামলা হয়েছে। অপহরণকারী চক্রটিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
গবেষণার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর
গবেষণার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর
পুণ্যস্নানে হাজারো ভক্তের ভিড়, জমজমাট লোকজ উৎসব
পুণ্যস্নানে হাজারো ভক্তের ভিড়, জমজমাট লোকজ উৎসব
বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো একজনের
বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো একজনের
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস