X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

১৮ হাজার পিস ইয়াবাসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০২:৩৩

উদ্ধার করা ১৮ হাজার ৫৪০ পিস ইয়াবা

কক্সবাজার থেকে আসা একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৮ হাজার ৫৪০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে পটিয়া উপজেলার পটিয়া বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে অবহিত করে র‌্যাব।

আটক দুজন হলো চাঁদপুর জেলার সদর উপজেলার নিজ গাছতলা এলাকার মো. ইমাম হোসেনের মেয়ে সুমি আক্তার (২০) ও বরগুনা জেলার বেতাগী এলাকার মো. আনিসুর রহমানের ছেলে মো. ইসমাইল হোসেন সজীব (২১)। তারা ঢাকার মিরপুর-২ এলাকায় বসবাস করেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী বাসযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল পটিয়া থানাধীন নতুন বাইপাস সড়কের উত্তর প্রান্তে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা মারসা পরিবহনের একটি বাসকে থামানোর সংকেত দিলে বাসের ড্রাইভার বাসটি র‌্যাবের চেকপোস্ট এর সামনে থামান।

তিনি জানান, র‌্যাব সদস্যরা বাসটি তল্লাশির সময় একজন পুরুষ ও একজন মহিলার আচরণ সন্দেহজনক মনে হলে তাদেরকে আটক করা হয়। পরে তারা ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে। আসামিদের দেখানো ও শনাক্ত মতে তাদের হেফাজতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তায় তোষক ও বালিশের ভেতর এবং ট্রাভেল ব্যাগের ভেতর হতে সুকৌশলে লুকানো অবস্থায় ১৮ হাজার ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবা ও আটক আসামিদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মামুন।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
শীর্ষ ঋণখেলাপি লস্করের সম্পত্তি ওসির জিম্মায় দিলেন আদালত
শীর্ষ ঋণখেলাপি লস্করের সম্পত্তি ওসির জিম্মায় দিলেন আদালত
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
প্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
উপজেলা নির্বাচনপ্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র