X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

আজমিরীগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে লাঞ্ছিতের অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি
২২ অক্টোবর ২০২০, ২২:৪৮আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২৩:৫০

হবিগঞ্জ হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যানকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ‍দুপুরে উপজেলা হলরুমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সভায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) ‍দুপুরে উপজেলা হলরুমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার। তিনি বক্তব্য দেওয়ার সময় উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান তাকে বাধা দেন। এ নিয়ে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ নিয়ে সভায় হট্টগোল হয়। বিষয়টি নিয়ে দিনভর উপজেলা জুড়ে চলে আলোচনা- সমালোচনা। 

এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার বলেন, ‘আমি বক্তব্য দেওয়ার সময় উপজেলা চেয়ারম্যান বাধা দেন। আমি প্রতিবাদ করতে চাইলে তিনি আমার ধর্ম নিয়ে গালাগাল করেন। এক পর্যায়ে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন।’

তিনি আরও বলেন, ‘আমাকে হুমকি ধামকি দেওয়া হয়েছে। বিষয়টি ইতোমধ্যে বিভাগীয় কমিশনারকে জানিয়েছি।’ এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান তিনি।

তবে মহিলা ভাইস-চেয়ারম্যানকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেছেন আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান। তিনি বলেন, ‘তার বক্তব্যের সময় আমি বলেছি, তুমি তোমার সীমাবদ্ধতার মধ্যে থেকে বক্তব্য দিও।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার প্রতিপক্ষের লোকজনের ইশারায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যানের বক্তব্যে অসংগতি থাকায় তাকে বারণ করেছি, এ নিয়ে তর্কাতর্কি হয়েছে। তবে কোনও ধরনের লাঞ্ছিতের ঘটনা ঘটেনি।’ 

এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান বলেন, সভা চলাকালে বক্তব্য নিয়ে তাদের দুই জনের মধ্যে তর্কাতর্কি হয়েছে। তবে গায়ে হাত তোলার মতো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
বিচারপ্রার্থীদের প্রসঙ্গে প্রধান বিচারপতি‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা