X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

৩ দিনেই মাদক মামলার রায়

খুলনা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২০, ১৮:০৭আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৮:০৭

আদালত প্রাঙ্গণে আসামি সম্রাট মাত্র তিন কার্যদিবসেই মাদক মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে আসামি সম্রাটকে এক বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার রায় ঘোষণা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড. মো. আতিকুস সামাদ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি সাহারা ইরানী পিয়া এ তথ্য নিশ্চিত করেন।   

সম্রাট মোক্তার হোসেন সড়কের মো. জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী জালাল হোসেন মামলার নথির বরাত দিয়ে জানান, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর রাত সাড়ে ৭টার দিকে মোক্তার হোসেন সড়কে অভিযান পরিচালনা করে লবণচরা থানা পুলিশ। এ সময় বাজার মেইন রোডের কিউপিএস ফার্মেসির সামনে থেকে ৩০ গ্রাম গাঁজা ও ৬ পিস ইয়াবাসহ সম্রাটকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই কাজী আকরাম হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে লবণচরা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। চলতি বছরের ১ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন মোল্লা আদালতে সম্রাটকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। গত ২১ অক্টোবর আদালতে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। ২২ অক্টোবর আদালত ছয় জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামি পক্ষে অ্যাডভোকেট সরদার ইয়াছির আরাফাত মামলাটি পরিচালনা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড. মো. আতিকুস সামাদের তত্ত্বাবধানে মামলাটি দ্রুত নিষ্পত্তি করা হয়। নতুন আইনের উদ্দেশ্য, দেশ থেকে মাদক নির্মূল করা এবং মামলা দ্রুত নিষ্পত্তি করা। সেই লক্ষ্য পূরণে মামলাটি দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হয়।

তিন কার্য দিবসের মধ্যেও যে বিচারকাজ সম্পন্ন করা যায় এই মামলাটি তারই প্রমাণ বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু