X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সরবরাহের পরও ব্যবহার করা যাচ্ছে না হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা!

আরিফ মোস্তফা, পিরোজপুর
০৯ নভেম্বর ২০২০, ০৪:২৪আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ০৪:২৬

সরবরাহের পরও ব্যবহার করা যাচ্ছে না হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা! পিরোজপুরের হাসপাতালগুলোতে সেন্ট্রাল অক্সিজেন লাইন না থাকার কারণে ব্যবহার করা যাচ্ছে না হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন। অথচ করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য অনেক আগেই হাসপাতালগুলোতে সরবরাহ করা হয়েছে এই মেশিন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সেন্ট্রাল অক্সিজেন লাইনের জন্য মন্ত্রণালয়ে প্রাক্কলন পাঠানো হয়েছে। সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর ব্যবহার করা সম্ভব হবে এই হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন।

সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী বলেন, ‘জেলা হাসপাতালসহ জেলার উপজেলা হাসপাতালগুলোর জন্য হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন পাওয়া গেছে। পিরোজপুর জেলা পরিষদ থেকে এগুলো দেওয়া হয়েছে। সেন্ট্রাল অক্সিজেন লাইন না থাকার কারণে এগুলো ব্যবহার উপযোগী করা যাচ্ছে না। জেলা হাসপাতাল ও ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ব্যবহারে সেন্ট্রাল অক্সিজেন লাইন লাগানোর জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর থেকে প্রাক্কলন তৈরি করেছে বলে জানতে  পেরেছি।’

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানম জানান, ২৭ জুন জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের ব্যক্তিগত তহবিল থেকে পিরোজপুর জেলা হাসপাতালসহ জেলার অন্য ছয়টি উপজেলা হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সরবরাহ করা হয়েছে। এ ছাড়া করোনা শুরুর পর থেকে দু দফায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

পিরোজপুর স্বাস্থ্য প্রকৌশল দফতরের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন জানান, সেন্ট্রাল অক্সিজেন লাইন বসানোর জন্য প্রায় সাড়ে তিন কোটি টাকার একটি প্রাক্কলন তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন ও দরপত্রের প্রক্রিয়াদি শেষ করার পর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন করা হবে। তখন হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন ব্যবহার করা যাবে।

পিরোজপুর জেলা হাসপাতালের জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. তৈয়ব আলী হাওলাদার জানান, পাঁচ হাজার ৩৯৪ জনের নমুনা বরিশালে পাঠানো হয়েছে। তার মধ্যে পাঁচ হাজার ৩৮৬ জনের নমুনার রিপোর্ট পাওয়া গেছে। ৪ অক্টোবর পর্যন্ত জেলায় করোনা পজিটিভ এক হাজার ১১০ জন। সুস্থ এক হাজার ৪৭ জন। অন্যরা হোম আইসোলেশন আছেন। মারা গেছেন ২৪ জন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় নিহত অন্তত ৩৯
ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় নিহত অন্তত ৩৯
গণমাধ্যম তথ্য চাইলে যেকোনও প্রতিষ্ঠান তা দিতে বাধ্য: প্রতিমন্ত্রী
গণমাধ্যম তথ্য চাইলে যেকোনও প্রতিষ্ঠান তা দিতে বাধ্য: প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত