X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

খাটের তলায় স্ত্রীর মরদেহ, সন্তানসহ উধাও স্বামী

জয়পুরহাট প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২০, ১৯:০৩আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৯:৫৭





মনিকা রাণী জয়পুরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মারপিট ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পাঁচ বছরের শিশু সন্তানসহ স্বামী পলাতক রয়েছে। খবর পেয়ে বুধবার (১৮ নভেম্বর) পুলিশ নিহত স্ত্রী মনিকা রাণীর (২৫) মরদেহ উদ্ধার করে আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জয়পুরহাট সদর উপজেলার বেলাআমলা গ্রামের রাজমিস্ত্রি অনুকূল মোহন্তের বাড়িতে মঙ্গলবার দিবাগত রাতের কোনও এক সময় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

গ্রামবাসী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলআমলা গ্রামের হরেন মোহন্তের ছেলে অনুকূল মোহন্ত পেশায় একজন রাজমিস্ত্রি। প্রায় আট বছর আগে অনুকূল নওগাঁ সদরের কীর্তিপুর জাগেশ্বর গ্রামের মনিকা রাণীকে বিয়ে করেন। বিয়ের পর থেকে একই বাড়িতে পাশাপাশি কক্ষে হরেন এবং তার ছেলে অনুকূল আলাদা বসবাস করতেন। মঙ্গলবার নবান্নের দাওয়াত পেয়ে হরেন তার স্ত্রীকে নিয়ে ছোট মেয়ের বাড়ি জয়পুরহাটের মঙ্গলবাড়িতে যান। পরের দিন বুধবার সকাল সাতটার দিকে হরেন বাড়ি ফিরলে পুরো বাড়ির দরজা খোলা অবস্থায় দেখতে পেয়ে তার সন্দেহ হয়।

পরে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে হরেন ঘরে ঢুকে খাটের তলায় ছেলের বউয়ের মরদেহ দেখতে পান। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতসহ গলায় ফাঁস দেওয়ারও চিহ্ন দেখা গেছে। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে।

ঘটনার পর থেকে অনুকূল ও তার পাঁচ বছরের শিশুপুত্র অপূর্বকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় মনিকার মা ছগি রাণী বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

মনিকার শ্বশুর হরেন মোহন্ত বলেন, তার ছেলে নেশাগ্রস্ত ছিল। নেশা করে তাকেও মারধর করতো। অনেক বলেও ছেলেকে নেশা থেকে নিবৃত্ত করা যায়নি। নেশার কারণেই সে ঋণগ্রস্ত হয়ে পড়ে। আর ঋণের টাকা পরিশোধ না করায় বেসরকারি সংস্থার লোকজন বাড়ি এসে টাকা না পেয়ে স্ত্রীকে কথা শোনান। এজন্য তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

মনিকার খালা শিল্পী রাণী বলেন, মনিকাকে প্রায়ই মারধর করার কথা শুনেছি। কিন্তু স্বামীর হাতে যে এভাবে মার খেয়ে তার মৃত্যু হবে, সেটা ভাবিনি। আমরা এর সঠিক বিচার চাই। মণিকার স্বামীর ফাঁসি চাই।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান বলেন, মনিকার শরীরে মারপিটের চিহ্ন আছে। মারপিটের পাশাপাশি তাকে গলায় ফাঁস দেওয়ারও আলামত পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
রাফাহ শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বললো ইসরায়েল
সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি?রাফাহ শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বললো ইসরায়েল
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?