X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

নগরীর সড়কে ও দেয়ালে ‘স্যরি’!

বরিশাল প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ২৩:১৪আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২৩:২৯




Template বরিশাল নগরীর কোতোয়ালি মডেল থানার সামনের সড়ক থেকে শুরু করে বিভিন্ন সড়কে বড় অক্ষরে লেখা ‘স্যরি’ শব্দটি নিয়ে কৌতূহলের যেন শেষ নেই। হঠাৎ করে কে বা কারা এ শব্দ লিখেছে, কেন লিখেছে এ অর্থ খুঁজছে নগরবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে আলোচনা। শেষে গণমাধ্যম কর্মীরা এর অর্থ খুঁজতে গিয়ে জানতে পারেন কোনও এক প্রেমিক তার প্রেমিকার মান ভাঙাতে এ পন্থা অবলম্বন করেছেন। তবে এই বিষয়টিও শতভাগ সঠিক কিনা তা নিশ্চিত করা যায়নি।

বরিশাল নগরী থেকে প্রকাশিত একটি স্থানীয় দৈনিকের সিনিয়র ফটো সাংবাদিক জুয়েল রানা জানান, মঙ্গলবার রাতে প্রথমে থানার সামনে লাইন রোড সড়কে তিনি লেখাটি দেখেন। এরপর স্বরোড ও চক বাজার পুলেও এমন লেখা দেখতে পান। পরবর্তীতে এ নিয়ে বিভিন্ন লোকের সঙ্গে যোগোযোগ করে তিনি জানতে পারেন নগরীর জিয়া সড়ক এবং দেয়ালেও এ ধরনের লেখা রয়েছে। সাদা স্প্রে রঙ দিয়ে ওই সরি শব্দটি লেখা হয়েছে। তবে এর মধ্যে বেশিরভাগ লেখা মুছেও গেছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকের বদৌলতে তা ভাইরাল হয়ে যায়।

এদিকে সামাজিক যোগাযোগ ফেসবুকের এক আইডিতে 'স্যরি' লেখা একটি ছবিসহ পোস্ট দেওয়া হয়েছে। বরিশালে কোনও এক প্রেমিক প্রিয় মানুয়ের মান ভাঙাতে নাকি এ পন্থা বেছে নিয়েছেন। তবে কে, কার জন্য লিখেছে সেটা কেউ জানেন না।

এ বিষয়ে সচেতন নাগরিক কমিটির সভাপতি শাহ সাজেদা বলেন, একজন ব্যক্তির ইমোশনের জায়গা থেকে বিষয়টি লেখা হয়েছে বলে আমি জেনেছি। তবে তা নাগরিক সমাজে আনা ঠিক হয়নি। নাগরিক সমাজে আসায় বিষয়টি নিয়ে অহেতুক কৌতূহল সৃষ্টি হয়েছে। আর যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য অভিযুক্তকে শনাক্ত করে তাকে কাউন্সেলিং করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে  জিজ্ঞাসাবাদ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে জিজ্ঞাসাবাদ
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
আইপিএলের সময়ে হবে পিএসএল!
আইপিএলের সময়ে হবে পিএসএল!
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি