X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ মুক্ত দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২০, ১৪:১৫আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ১৪:১৫

নওগাঁ মুক্ত দিবস পালিত বর্ণাঢ্য শোভাযাত্রা, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁ মুক্ত দিবস পালন করা হয়েছে। স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ এসব কর্মসূচির আয়োজন করে।

১৯৭১ সালের ১৮ ডিসেম্বর নওগাঁ হানাদারমুক্ত হয়। ১৬ ডিসেম্বর বিজয়ের খবর জানার নওগাঁর মুক্তিযোদ্ধারা নওগাঁ শহরে প্রবেশের চেষ্টা চালান। ১৭ ডিসেম্বর নওগাঁ পৌরসভার বোয়ালিয়া, আরজি নওগাঁ ও লিটন ব্রিজ এলাকায় দিয়ে মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশের চেষ্টা করলে পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ করলে শুরু হয় সম্মুখযুদ্ধ। এতে শহীদ হন ছয় জন মুক্তিযোদ্ধা। পর দিন ১৮ ডিসেম্বর মুক্তিবাহিনীর সঙ্গে মিত্রবাহিনী যোগ দিলে পাকিস্তানি সেনাদের পতন হয়। শহরের কেডি সরকারি উচ্চবিদ্যালয়ে তারা আত্মসমর্পণ করে। এই দিনে নওগাঁ পুরাতন কালেক্টরেট চত্বর মাঠে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। নওগাঁ মুক্ত দিবস পালিত

দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (১৮ ডিসেস্বর) সকাল সাড়ে ১০টায় শহরের প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার চত্বর থেকে জেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় শহীদ স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়। পরে শহীদ স্মৃতি স্তম্ভের বেদীতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তির মোড় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে উপস্থিত ছিলেন একুশে পরিষদের উপদেষ্টা শরিফুল ইসলাম খান, কায়েস উদ্দিন ও বিন আলী পিন্টু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, প্রতাপ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক মোস্তফা আল মেহমুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখার সভাপতি মনোয়ার হোসেন লিটন, একুশের প্রচার সম্পাদক আব্দুর রউফ পাভেল প্রমুখ। নওগাঁ মুক্ত দিবস পালিত

ডিএম আব্দুল বারী বলেন, ১৬ ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণ করার দুই দিন পর নওগাঁ হানাদারমুক্ত হয়। এই কথা আজকের তরুণ প্রজন্মের অনেকেই জানে না। আনুষ্ঠানিক বিজয় অর্জনের পর দিনেই নওগাঁয় তুমুল যুদ্ধ হয়। একুশে পরিষদের মতো সামাজিক-সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দেশের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা উচিত।

নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান বলেন, দেশ স্বাধীন হওয়ার এতগুলো বছরেও হানাদারদের দোসরদের প্রেতাত্মা থেকে গেছে। দেশের প্রগতিশীল চেতনার মানুষদের বর্তমান প্রজন্মকে সঙ্গে নিয়ে দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন আছেন মিল্টনের আশ্রমের আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমের আশ্রিতরা
ভুয়া পুলিশ সদস্য আটক
ভুয়া পুলিশ সদস্য আটক
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
করবস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচিকরবস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা