X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ধর্মঘটের কারণে সুনামগঞ্জ থেকে পণ্য পরিবহন বন্ধ

সুনামগঞ্জ প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২০, ১৩:৪১আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ১৩:৪২




ধর্মঘটের কারণে সুনামগঞ্জ থেকে পণ্য পরিবহন বন্ধ সিলেট বিভাগের বালিপাথর মহাল ও কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সুনামগঞ্জ থেকে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে সুনামগঞ্জ জেলা ট্রাক-ট্যাংকলরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে শহরের ওয়েজখালী এলাকায় ট্রাক টার্মিনালে বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় সুনামগঞ্জ থেকে সবজিবাহী পিকআপসহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বহনকারী যানবাহন আটকে দেওয়া হয়।

মালিক ও শ্রমিকরা বলেন,সিলেটের বালি ও পাথর মহাল এবং কোয়ারিগুলো বন্ধ থাকায় হাজার হাজার ট্রাকমালিক শ্রমিকরা এক বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন। ট্রাক-পিকআপের ব্যাংক কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় শ্রমিক-মালিকদের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা হচ্ছে। হাজার-হাজার মালিক পথে বসেছেন। দেশের অর্থনীতির চাকা সচল রাখা মালিকদের এ অবস্থা চলতে পারে না। অবিলম্বে সিলেট বিভাগের সব পাথর কোয়ারি ও বালিপাথর মহাল থেকে ম্যানুয়াল পদ্ধতিতে বালি-পাথর উত্তোলনের ব্যবস্থা করে দিতে হবে। তা না হলে আগামীতে পরিবহন শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে সারাদেশের পণ্য পরিবহন বন্ধ করে দেবে বলে হুঁশিয়ার করেন তারা।

এদিকে মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত সব ধরনের পণ্য পরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরি, কাভার্ড-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নূর উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল জাহান, সদর উপজেলা শাখার সভাপতি মছব্বির মিয়াসহ শ্রমিক নেতা সদরুল ইসলাম, জাবেদীন আলম প্রমুখ। জেলায় ৫০০ ট্রাকমালিক, দুই হাজার শ্রমিক ও এক হাজার পণ্য পরিবহণের ট্রাক, পিকআপ, লরি, ট্রলি ও ট্রাক্টর রয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেএনএফ’র বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
কেএনএফ’র বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে: পরিবেশমন্ত্রী
পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে: পরিবেশমন্ত্রী
পটকা-আতশবাজি তৈরি করা ঘরটি উড়ে গেলো বিস্ফোরণে, মা-মেয়েসহ আহত ৪
পটকা-আতশবাজি তৈরি করা ঘরটি উড়ে গেলো বিস্ফোরণে, মা-মেয়েসহ আহত ৪
আবাহনীর ১০ ক্রিকেটার চট্টগ্রামে, একাদশ গঠন নিয়ে বিপাকে সুজন
আবাহনীর ১০ ক্রিকেটার চট্টগ্রামে, একাদশ গঠন নিয়ে বিপাকে সুজন
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ