X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

মদনে ইভিএম পদ্ধতিতে ভোট না বোঝায় ধীরগতি

নেত্রকোনা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২০, ১৫:২১আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১৬:২৫

মদন পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রে ভোটের লাইন

নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এখানে শতভাগ ভোট ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে নেওয়া হচ্ছে। আজ সোমবার সকাল আটটা বিকেল চারটা পযন্ত টানা ভোটগ্রহণ চলবে। তবে ইভিএম পদ্ধতিটি নতুন হওয়ায় ভোট প্রদানে ধীরগতি হচ্ছে। জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, শান্তিপূর্ণভাবে ভোট চলছে। কোথাও কোনও অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভায় নয়টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৮৪১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৩২৪ জন। আর নারী ভোটার ৬ হাজার ৫১৭ জন। নয়টি কেন্দ্রে ৯ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৩৭ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৭৪ জন পুলিং কর্মকর্তা ভোটগ্রহণ কাজে নিয়োজিত রয়েছেন। এ ছাড়া পুলিশ, র‌্যাব, আনসার সদস্যের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

মদন কোর্ট বিল্ডিং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এনামুল হক জানান, অনেক বয়স্ক ও নারী ভোটাররা ইভিএম এর সঙ্গে পরিচিত নন। তাই তাদের ভোট দিতে দেরি হচ্ছে। উপস্থিতি ভালো কিন্তু দেরি হচ্ছে ভোট দিতে।

ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ায় ভোটারদের মধ্যে বেশ উৎসাহ দেখা গেছে। ভোট শুরুর আগেই বেশিরভাগ কেন্দ্রের সামনে ভোটারদের উপচেপড়া ভিড় চোখে পড়েছে। আজ সকাল নয়টা থেকে সাড়ে নয়টা পযন্ত ৬ নম্বর ওয়ার্ডের কোর্ট বিল্ডিং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এ চিত্র দেখা গেছে। সকাল নয়টা ৩৫ মিনিটে ৮ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে নারী ভোটারের লম্বা তিনটি সারি। কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক হাজার ২১৯ জন। সকাল ১০টার পযন্ত ১ নম্বর বোথ কক্ষে ২৯৬ জন ভোটারের মধ্যে ৩৩ জন, ২ নম্বর বোথ কক্ষে ২৯৫ জন ভোটারের মধ্যে ৩৮ জনভোটার ভোট দিয়েছেন।

মদনে মেয়র পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম, বিএনপির ধানের শীষের প্রার্থী এনামুল হক, বিএনপির বিদ্রোহী প্রার্থী নারিকেল গাছ প্রতীকের মো. আবদুর রউফ ও মোবাইল ফোন প্রতীকের মাশরিকুর রহমান ওরফে বাচ্চু। স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকের দেওয়ান মোদাচ্ছের হোসেন এবং লাঙ্গল প্রতীকের ক্ষুদিরাম দাস রয়েছেন। আর কাউন্সিলর পদে মোট ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালেদা জিয়াকে আজ আবার হাসপাতালে নেওয়া হবে
খালেদা জিয়াকে আজ আবার হাসপাতালে নেওয়া হবে
বেড়েছে রাবার উৎপাদন, আয় এক কোটি ১৭ লাখ টাকা
হলদিয়া রাবার বাগানবেড়েছে রাবার উৎপাদন, আয় এক কোটি ১৭ লাখ টাকা
টিভিতে আজকের খেলা (১ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১ মে, ২০২৪)
মন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কি অবস্থান পাল্টাচ্ছে?
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কি অবস্থান পাল্টাচ্ছে?
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত