X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘জাতীয় পার্টি লাইফ সাপোর্টে চলে গেছে’

রংপুর প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২১, ১৬:৩৩আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১৮:৪৯

এরিখকে সঙ্গে নিয়ে রংপুরে হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করছেন বিদিশা প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ বলেছেন, ‘জাতীয় পার্টি লাইফ সাপোর্টে চলে গেছে। এ দলের অস্তিত্ব এখন হুমকির মুখে। এখন যে জাতীয় পার্টি দেখছেন সেটি এরশাদের জাতীয় পার্টি না।’ শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছেলে এরিখ এরশাদকে নিয়ে রংপুরে এরশাদের কবর জিয়ারত ও  ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এ সময় বিদিশা বলেন, ‘জাতীয় পার্টিকে পুরনো রূপে ফিরিয়ে আনতে আমি এরিখকে নিয়ে সারাদেশে যাবো। দলকে সুসংগঠিত করতে সারাদেশে জাতীয় পার্টির সাবেক ও বর্তমান নেতাদের সঙ্গে যোগাযোগ করে দলকে আরও শক্তিশালী করবো।’

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘যেকোনও দলের প্রতিষ্ঠাবার্ষিকী এলে সেই দলের নেতাকর্মীরা পার্টি প্রধানের কবর জিয়ারত করতে যান। কিন্তু এরশাদের হাতে গড়া দল জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এখন পর্যন্ত দলের কেন্দ্রীয় নেতাদের কাউকে তার কবর জিয়ারত করতে আসতে দেখলাম না।’

তিনি জিএম কাদেরকে দলের স্বঘোষিত চেয়ারম্যান আখ্যায়িত করে বলেন, ‘আমি যুব ও তৃণমূল মানুষদের দলে আনতে কাজ করবো। এতে জাতীয় পার্টিতে স্বঘোষিত চেয়ারম্যান ঘোষণা দেওয়ার আর সুযোগ থাকবে না। ভবিষ্যতে পার্টিতে আর যেন কেউ স্বঘোষিত চেয়ারম্যান হতে না পারেন সেদিকে আমরা খেয়াল রাখবো।’

এ সময় উপস্থিত ছিলেন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান, জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ, সাবেক প্রেসিডিয়াম সদস্য জাফর আহমেদ সিদ্দিকী, ট্রাস্টের পরিচালক অ্যাডভোকেট রুবায়েত হাসানসহ স্থানীয় জাপা কর্মীরা।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী